১৪২ দিন পর করোনায় সর্বোচ্চ মৃত্যু | The highest death in Corona after 142 days


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৭০ জনে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আট হাজার ৩৫৪ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জনে।

গত বছরের ১৯ সেপ্টেম্বরও করোনায় ৪৩ জনের মৃত্যু হয়েছিল।

আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনাক্তের হার ২০.০৩ শতাংশ।  

এর আগে গতকাল সোমবার করোনায় ৩৮ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিন করোনা শনাক্ত হয় ৯ হাজার ৩৬৯ জনের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৬৯৮টি। শনাক্তের হার ২০.০৩ শতাংশ। এদিন সুস্থ হয়েছে আরো ১০ হাজার ৮০০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন।

এতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৬ জন পুরুষ ও ১৭ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছে সর্বোচ্চ ১৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ১১, রাজশাহীতে ২, খুলনায় ১৩, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জনের মৃত্যু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget