বেলারুশ ও রাশিয়ার যৌথ সামরিক মহড়ার মেয়াদ বাড়ল | The duration of the joint military exercise between Belarus and Russia has been extended


ইউক্রেন সীমান্তে রাশিয়া লক্ষাধিক সেনা মোতায়েন করার পর পশ্চিমা নেতাদের ভাষায় "যে কোনো সময়" সামরিক অভিযানের শঙ্কার মধ্যেই বেলারুশ কর্তৃপক্ষ বলেছে, রুশ সেনাদের সাথে তাদের যে যৌথ সামরিক মহড়া চলছিল, ইউক্রেন ইস্যুতে উত্তেজনা বৃদ্ধির কারণে তার মেয়াদ বাড়ানো হচ্ছে।


রোববার ওই মহড়া শেষ করে প্রায় ৩০ হাজার রুশ সৈন্যের নিজ দেশে ফিরে যাবার কথা ছিল।

কিন্তু বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সামরিক তৎপরতা বৃদ্ধি ও তাদের ভাষায় পূর্ব ইউক্রেনের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এ মহড়ার মেয়াদ বাড়ানো হচ্ছে। বেলারুশের এ ঘোষণা অবশ্য মস্কোর দিক থেকে নিশ্চিত করা হয়নি।



পশ্চিমা নেতারা আশঙ্কা করছেন, মহড়ায় অংশ নেয়া এ রুশ সেনাদের ইউক্রেন অভিযানের জন্য ব্যবহার করা হতে পারে, তবে রাশিয়া তা অস্বীকার করেছে।


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি নিশ্চিত যে রাশিয়া ইউক্রেনে অভিযান চালাবে। পশ্চিমা নেতারা রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তারা ইউক্রেনে অভিযান চালানোর অজুহাত হিসেবে একটি ভুয়া কারণ খাড়া করার চেষ্টা করছে। তবে রাশিয়া বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।


এ পরিস্থিতির মধ্যে আজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে আরেক দফা ফোনালাপ হয়েছে।


পূর্ব ইউক্রেনে সঙ্ঘাত তীব্রতর হচ্ছে


ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ-সমর্থিত বিদ্রোহীরা গত কয়েক দিন ধরে আক্রমণ বাড়াচ্ছে। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তারা কোনো উস্কানিতে সাড়া দেবেন না। তবে জেলেনস্কি বিশ্বনেতাদের উদ্দেশ্যে বলেছেন, রাশিয়া কোনো অভিযান চালালে আত্মরক্ষামূলক পদক্ষেপ নেয়া হবে।



পূর্ব ইউক্রেনে সরকারি বাহিনী ও রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের তৃতীয় দিনে দু‘জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গ করে গত রাতে একাধিকবার গোলাবর্ষণের অভিযোগ এনেছে।

ইউক্রেনের সামরিক বাহিনী বলছে - তারা ডনবাস এলাকায় যাবার একটি চেকপয়েন্ট ব্যবহার স্থগিত করেছে কারণ বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। অন্যদিকে বিচ্ছিন্নতাবাদীরা বলছে, তা্রা ইউক্রেনীয়দের গোলাবর্ষণের জবাব দিচ্ছে।


ইউরোপে 'দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধ?’


ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া ইউরোপে ১৯৪৫ সালের পর সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে, এবং বিভিন্ন আলামত দেখে মনে হচ্ছে যে এক অর্থে ইতোমধ্যেই তা শুরু হয়ে গেছে ।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, গোয়েন্দা সূত্রে আভাস মিলছে যে রাশিয়া এমন এক অভিযান চালাতে চায় যাতে কিয়েভ শহরকে ঘিরে ফেলা হবে। জনসন হুঁশিয়ার করে দেন যে এ ধরনের কোনো যুদ্ধ হলে তা হবে "রক্তাক্ত এবং দীর্ঘ।"


তিনি আরো বলেন, ইউক্রেনে রুশ অভিযান হলে - রুশ কোম্পানিগুলোকে ডলার ও পাউন্ডে কোনো লেনদেন করতে দেবে না যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ।


রাশিয়া কী চাইছে?


পশ্চিমা দেশগুলোর কাছে রাশিয়া নিশ্চয়তা চাইছে যে ইউক্রেনকে কখনো নেটো সদস্য করা হবে না এবং পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক উপস্থিতি কমাতে হবে - যদিও মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট এমন কোনো নিশ্চয়তা দিতে রাজি নয়।


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয় এবং আট বছর আগে রাশিয়ার দখল করে নেয়া ক্রিমিয়া পুনর্দখল করার চেষ্টা করে - তাহলে পুরো ইউরোপ একটা বড় আকারের সঙ্ঘাতে জড়িয়ে যাবে।



ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেছেন প্রয়োজন হলে ইইউ তাদের নিজ অর্থনীতির ক্ষতি করে হলেও রুশ সামরিক আগ্রাসনের পাল্টা ব্যবস্থা নেবে। মিউনিখে এক নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, ইইউ রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করার জন্য প্রস্তুত আছে।


সূত্র : বিবিসি

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget