ইউক্রেইন ঘিরে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে উত্তেজনা এবং আগ্রাসনের আশঙ্কা বেড়ে যাওয়ার পর ইউক্রেইন সীমান্ত থেকে কিছু সেনা ঘাঁটিতে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে মস্কো।
মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেইন সংলগ্ন কয়েকটি এলাকা থেকে কিছু সেনা মহড়া শেষ করে ঘাঁটিতে ফিরে যাচ্ছে।
রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলেছে, দেশজুড়ে ব্যাপক-মাত্রার সামরিক মহড়া এখনও চলছে। তবে দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের সামরিক এলাকার কয়েকটি সেনা ইউনিটের মহড়া শেষ হয়েছে। এসব ইউনিটের সেনারাই ঘাঁটিতে ফিরে যেতে শুরু করেছে।
তবে এই সেনাদের সংখ্যা কত তা মন্ত্রণালয় জানায়নি। আর এতে উত্তেজনা প্রশমন হবে কিনা তাও এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে না।
ইউক্রেইন সীমান্তে রাশিয়া একলাখেরও বেশি সেনা মোতায়েন করেছে। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন চালাবে। তবে রাশিয়া ইউক্রেইনে হামলা চালানোর কোনও পরিকল্পনা থাকার কথা বরাবরই অস্বীকার করে আসছে।
মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকোভ বলেছেন, “সামরিক মহড়াসহ পরিকল্পনামাফিক বেশ কয়েকটি যুদ্ধের প্রশিক্ষণ মহড়াও চালানো হয়েছে।”
কিছু মহড়া এখনও চলছে, যেমন: রাশিয়া- বেলারুশ সামরিক মহড়া। এ মহড়া ২০ ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রণালয়ের দেওয়া ভিডিও ফুটেজে ইউক্রেইন সীমান্তের কাছ থেকে কিছু ট্যাংক এবং সাঁজোয়া যান সরিয়ে নিতে দেখা গেছে।
মন্ত্রণালয় বলেছে, তারা কিছু লোহালক্কড় ট্রাকে করে সরিয়ে নেবে আর সেনারা পদযাত্রা করে নিজেদের ঘাঁটিতে ফিরে যাবে। তবে রাশিয়ার এই কিছু সেনা সরে যাওয়াই ইউক্রেইনে রুশ আগ্রাসন নিয়ে পশ্চিমাদের শঙ্কা কাটাতে যথেষ্ট হবে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, রাশিয়ার আগ্রাসন চালানোর কোনও পরিকল্পনা নেই- একথা বিশ্বাস করতে হলে ইউক্রেইন সীমান্ত থেকে পুরোমাত্রায়ই রুশ সেনাদের সরে যেতে দেখতে চায় যুক্তরাজ্য। ব্রিটিশ সরকারের এক কর্মকর্তা বলেন, কতসংখ্যক সেনা প্রত্যাহার করা হয় তা দেখার অপেক্ষায় আছেন তারা।
একটি মন্তব্য পোস্ট করুন