লঙ্কান ক্রিকেটার নেওয়ায় ধোনির দলকে 'বয়কট'! | Dhoni's team 'boycotted' for taking Sri Lankan cricketer!


 সদ্যঃসমাপ্ত পঞ্চদশ আইপিএলের মেগা নিলামের পরই চেন্নাই সুপার কিংসকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে 'বয়কট চেন্নাই সুপার কিংস' ট্রেন্ড। শ্রীলঙ্কার খেলোয়াড়কে দলে নেওয়ায় চেন্নাইকে বয়কটের ডাক দিয়েছে সমর্থকদের একাংশ। কেউ কেউ আবার সুরেশ রায়নাকে না নেওয়ার জন্য হলুদ ব্রিগেডকে বয়কটের ডাক দেয়।

শ্রীলঙ্কার স্পিনার মাহিশ ঠিকশানাকে নিলামে দলে নিয়েছে চেন্নাই। তাতেই ক্ষুব্ধ হয়েছে তামিলদের একাংশ। একজন যেমন লিখেছেন, 'তামিলদের গণহত্যা করেছে শ্রীলঙ্কা। নারী এবং শিশুসহ প্রায় তিন মানুষকে হত্যা করেছে। প্রতিদিন আমাদের তামিল মৎস্যজীবীদের হত্যা করেছে শ্রীলঙ্কার নৌ সেনা। নৌকা বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করছে। সেই শ্রীলঙ্কার খেলোয়াড়কে কেনার জন্য চেন্নাই সুপার কিংসের লজ্জা হওয়া উচিত। '

অপর একজন লিখেছেন, 'সিংহলের সন্ত্রাসের কারণে প্রায় ২০ লাখ তামিলকে শরণার্থী হতে হয়েছে। এখনো তারা বিচার পায়নি। অথচ চেন্নাই সুপার কিংসের এক সিংহলি খেলোয়াড়ের জন্য গলা ফাটাবেন তামিলরা! অপর একজন লেখেন, 'তামিল গণহত্যাকে সাধারণ বানিয়ে দেবেন না। চেন্নাই থেকে এই সিংহলি খেলোয়াড়কে বাদ দিতে হবে। চেন্নাই সুপার কিংসে কোনো সিংহলি খেলোয়াড়কে খেলতে দেওয়া যাবে না। '

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget