Articles by "বন্যা."

 



বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চেক বিতরণ


শেরপুরের শ্রীবরদীতে বন্য হা‌তির আক্রমণে ফসলি জমি ক্ষ‌তিগ্রস্থ হওয়া ১৩ জন কৃষককে ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। ৭জুলাই বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী উপজেলা 

 নির্বাহী অফিসারের কার্যালয়ে এসব চেক বিতরণ করেন উপ‌জেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম, বন প্রহরী মোয়াজ্জেম হোসেনসহ উপকারভোগিরা। বন বিভা‌গের তথ‌্য ম‌তে, রাণীশিমুল ইউনিয়নের সরোয়ার হোসেন, জহিরুল ইসলাম, মাহবুব রাশেদ, ছাহেরা বানু, রাকিব হোসেন, আক্কাস আলী, সোনার উদ্দীন, সামছুল হক, আলতাফ হোসেন, আব্দুল আলম শেখ

হাবিবুর রহমান ও হাবিজলসহ ১৩জন কৃষক এসব চেক গ্রহণ ক‌রেন। বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম ব‌লেন, শ্রীবরদী উপ‌জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকার মোট ৪৮ জন কৃষক ক্ষতিপূরণের আবেদন ক‌রেন। এসব আবেদন যাচাই-বাছাই শে‌ষে ১৩ জ‌নের আবেদন স‌ঠিক পাওয়া যায়।


আরো পড়ুন:


 চট্রগ্রাম-কলকাতা গ্রীন লাইন পরিবহন থেকে ১০ পিস সোনারবার উদ্ধার 




চট্রগ্রাম-কলকাতা কাটা সার্ভিস গ্রীন লাইন পরিবহনের সিটের নীচে পরিত্যক্ত অবস্থায় ১০ পিস সোনারবার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি তারা। স্বর্ন জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী। 

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০ টার দিকে বাসটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে বিজিবি সদস্যরা তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করে।



যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি চট্রগ্রাম থেকে গ্রীন লাইনের একটি পরিবহন বেনাপোলের উদ্দেশ্য আসছে। এই বাসে করে সোনার একটি চালান ভারতে পাচার করার জন্য আনা হচ্ছে। 

এ ধরনের সংবাদের ভিত্তিতে বাসটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে তল্লাশি করে সিটের নীচ থেকে ১০ টি সোনার বার পাওয়া যায়। এ সময় স্বর্নের কোন মালিক সনাক্ত করা সম্ভব হয়নি।


আরো পড়ুন:


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget