মার্চ 2019


চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে উবারে যুক্ত হয়েছে নতুন ফিচার। এর নাম ‘ড্রাইভার সেফটি টুলকিট’। উবার অ্যাপের নতুন ফিচারটির মাধ্যমে অ্যাপের সকল নিরাপত্তা ফিচারগুলো চালকেরা ব্যবহার করতে পারবেন। উবার অ্যাপের জিপিএস ট্র্যাকিং, জরুরি বাটন ও অন্যান্য সকল নিরাপত্তা ফিচারগুলো একত্রে পাওয়া যাবে এ টুলকিটের মধ্যে।
উবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ফিচার হিসেবে আসা শেয়ার ট্রিপের মাধ্যমে চালকেরা তাদের ট্রিপের তথ্য প্রিয়জনদের জানাতে পারবেন। এ ছাড়া কার সঙ্গে তথ্য শেয়ার করবেন তা ঠিক করে নিতে পারবেন। ফিচার হিসেবে যে ইমারজেন্সি বাটন এসেছে তাতে জরুরি পরিস্থিতির সময় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করা যাবে। নতুন ফিচারে নির্ধারিত গতিসীমা পার হলে সতর্ক করার বিষয়টিও এসেছে। ড্রাইভার সেফটি টুলকিটটি অ্যাপের নিচের দিকে একটি ‘শিল্ড’ আইকন দ্বারা নির্দেশিত থাকবে।


বাহরাইনে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বে ফিলিস্তিনির কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।
হার তো হারই! তবে কখনো কখনো হারের মধ্যেও থাকে বীরত্ব। পরাজয়ের মধ্যেও থাকে লড়াইয়ের উচ্ছ্বাস। এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বে শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা দেখে থাকলে দুর্দান্ত এক ফুটবল ম্যাচের স্বাদ পাওয়ারই কথা। ১-০ গোলে হারলেও মন জয় করে নিয়েছে বাংলাদেশ। এই হারে বাছাইপর্বের বাধা পার হয়ে চ্যাম্পিয়নশিপ খেলার স্বপ্ন ভেঙে গেল বাংলাদেশের।

বাংলাদেশের ফুটবলের প্রেক্ষাপটে  চ্যাম্পিয়নশিপ খেলার স্বপ্নকে বাড়াবাড়ি মনে হতে পারে। কিন্তু বাংলাদেশ দল দেখিয়ে দিয়েছে কেন জেমি ডে সে স্বপ্ন দেখার সাহস দেখিয়েছেন। আজকের ম্যাচটাকে দুই অর্ধে ভাগ করা যেতে পারে। প্রথমার্ধে একমাত্র গোলটি হজম করলেও লড়াইয়ে ছিল প্রায় সমতা। আর দ্বিতীয়ার্ধে মাসুক মিয়া জনি, সুশান্ত্র ত্রিপুরাদের দাপট। প্রতি–আক্রমণে গোলের একটি সহজ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। পোস্ট ছেড়ে বের হয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করে ফাঁকা পোস্ট পেয়েছিলেন মতিন, কিন্তু তাঁর দুর্বল শট গোললাইন পর্যন্ত পৌঁছানোর আগেই ক্লিয়ার করেন ফিলিস্তিন ডিফেন্ডার। অন্যদিকে বাংলাদেশের পোস্টে বলার মতো দুইটি বল রাখতে পেরেছে ফিলিস্তিন। এর মধ্যে একটিতে গোল। তবে বাংলাদেশের নিয়মিত গোলরক্ষক আনিসুর রহমান জিকু পোস্টের নিচে থাকলে গোলটা হজম করতে হতো কি না, এই নিয়ে প্রশ্ন থেকেই যাবে। চোটের কারণে আজ মাঠে নামা হয়নি আগের ম্যাচে বাহরাইনের বিপক্ষে দুর্দান্ত খেলা জিকুর। তাঁর স্থলে মাঠে নেমেছিলেন পাপ্পু হোসেন।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৯২) চেয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিন পরিষ্কারভাবে ছিল ফেবারিট। সে তুলনায় ধুন্ধুমার লড়াই উপহার দিয়েছে জনি বাহিনী। বাংলাদেশ কোচ জেমি ডের ফরমেশনও ছিল ঘর সামলে প্রতি–আক্রমণে যাওয়ার। ৫-৪-১ ফরমেশনে রহমত-সুশান্ত-রাফি-বাদশা ও বিশ্বনাথকে নিয়ে রক্ষণভাগ ছিল নিরেট জমাট। তাঁদের ওপর ছায়া দিয়েছেন ডাবল পিভট দুই হোল্ডিং মিডফিল্ডার জনি ও আলামিন। ফলে প্রতিপক্ষ উইং প্লে বা মিডল করিডর দিয়ে ওয়ান টু ওয়ানে অ্যাটাকিং থার্ড পর্যন্ত আসতে পারলেও বাংলাদেশের রক্ষণ সীমানায় ঢুকেই ফেরত যেতে হয়েছে।

শ্রীলঙ্কাকে ৯-০ গোলে উড়িয়ে দেওয়ার সুখস্মৃতি নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল ফিলিস্তিন। সুতরাং বাংলাদেশের তুলনায় তাদের শক্তি নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু ফিলিস্তিনির বিপক্ষে বাংলাদেশ ড্র করলেও অবাক হওয়ার কিছু ছিল না। ২২ মিনিটে হজম করা গোলের জন্য গোলরক্ষক পাপ্পুর ওপর কিছুটা দায় দেওয়া যায়। অনেক দূর থেকে নেওয়া শটে বলের লাইনে যেতে পারেননি। এর পরে বাংলাদেশকে আর নাড়া দিতে পারেনি ফিলিস্তিন। উল্টো ৭০ মিনিটে বদলি মতিন সহজ সুযোগ মিস না করলে ফলাফলটা অন্য রকমও হতে পারত।

টানা দুই ম্যাচ হেরে বাছাইপর্ব থেকে ছিটকে যাওয়া বাংলাদেশ আগামী পরশু শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে শেষ ম্যাচ।



ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, সৌদি আরবের বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের অপেক্ষার সময় ও কষ্ট কমিয়ে আনার লক্ষ্যে সৌদি আরবের পরিবর্তে বাংলাদেশেই প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করছি। আশা করি এবারই এটি কার্যকর করতে পারব। আজ রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি সরকারের আমন্ত্রণে সৌদি আরব গিয়েছিলাম। এ বিষয়ে তাদের দুই মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে হজযাত্রীদের বাংলাদেশেই প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার উদ্দেশে সৌদি আরবের একটি কারিগরি দল গত ২১ মার্চ বাংলাদেশে এসে মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে দেশে ফিরে গেছেন। আগামী ৬ এপ্রিল আরও একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে।' 
তিনি আরো বলেন, ‘আশা করছি, এবারই বাংলাদেশেই প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারব।’

নুরুল হকনুরুল হকপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) আজীবন সদস্য করার প্রস্তাবে দ্বিমত পোষণ করেছেন নতুন সহসভাপতি (ভিপি) নুরুল হক। ২৯ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের পর এর প্রথম সভার সভাপতি উপাচার্য মো. আখতারুজ্জামান শেখ হাসিনাকে আজীবন সদস্য করার প্রস্তাব দেন।

পদাধিকার বলে ডাকসুর সভাপতি উপাচার্যের সভাপতিত্বে আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই উপাচার্য বলেন, প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় ডাকসু নির্বাচন হয়েছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন চাচ্ছে প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য করা হোক।

এ প্রস্তাবের বিষয়ে ভিপি নুরুল হক বলেন, এই নির্বাচনে কারচুপির অভিযোগ আছে। তাই প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে যে ডাকসু গঠিত হয়েছে, সেখানে প্রধানমন্ত্রীর মতো সম্মানিত ব্যক্তিকে অন্তর্ভুক্ত না করাই ভালো।

প্রসঙ্গত, নির্বাচিত ২৫ সদস্যের মধ্যে ২৩ জনই ছাত্রলীগের প্যানেলের। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেল সাধারণ ছাত্র অধিকার পরিষদের দুজন সদস্য রয়েছেন। নুরুল এই প্যানেল থেকে নির্বাচিত।

ডাকসু সদস্যরা বিশ্ববিদ্যালয়ে গণপরিবহন চলাচল বন্ধ করে ওয়ানওয়ে লেন ও বিশেষ রিকশা চালু করার প্রস্তাবও দেন।


ইন্টারনেটযুক্ত স্মার্টফোন বা টেলিভিশনের মাধ্যমে জনপ্রিয় সব টেলিভিশন চ্যানেল দেখা, ভিডিও অন ডিমান্ড ও বিভিন্ন অনুষ্ঠানের স্ট্রিমিং দেখার সুবিধা দিতে দেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে রেডিয়েন্ট আইপি টিভি।
প্রায় ছয় বছর আগে যুক্তরাষ্ট্রে চালু হওয়া জনপ্রিয় এই আইপি টিভি ইতিমধ্যেই দেড় শতাধিক টেলিভিশন চ্যানেল, রেকর্ডকৃত ভিডিও, মুভি, নাটক, সিরিয়াল ইত্যাদি নিয়ে বাংলাদেশের গ্রাহকদের পরীক্ষামূলকভাবে সেবা দিতে শুরু করেছে।
কেবল টিভি বা ডিসের লাইনে শুধু ইচ্ছেমতো চ্যানেল বদলানো যায়। এর বাইরে তেমন কোনো সুবিধা নেই। কিন্তু আইপি টিভির ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, কোনো টেলিভিশন অনুষ্ঠান সময়মতো না দেখতে পারলে পরেও রেকর্ডকৃত ভিডিও দেখে নেওয়া যাবে। বাংলাদেশে সচরাচর কেবল টিভিতে এক শর কম চ্যানেল দেখা যায়। রেডিয়েন্ট আইপি টিভির মাধ্যমে বর্তমানে দেড় শতাধিক চ্যানেল দেখার সুযোগ রয়েছে। বাংলাদেশের বাইরে রেডিয়েন্ট আইপি টিভির চ্যানেল সংখ্যা ২৫০।

রেডিয়েন্ট আইপি টিভির বাংলাদেশের পরিচালন ব্যবস্থাপক আতিকুর রহমান জানান, সম্প্রতি টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বাংলাদেশে স্ট্রিমিং সেবা, আইপি টিভি ও ভিডিও সেবা দেওয়ার পথ উন্মুক্ত করে দিয়েছে। আবেদনের ভিত্তিতে ইতিমধ্যেই এ সেবার জন্য লিখিত অনুমতিও মিলেছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে আমাদের এ সেবা চালু করা হবে। স্মার্টফোন ও স্মার্ট টেলিভিশনে রেডিয়েন্ট আইপি টিভির সেবা গ্রহণ করা যাবে। আগ্রহী ব্যক্তিরা গুগল প্লে স্টোর অথবা অ্যাপলের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। ওয়ালটনসহ দেশি টেলিভিশন নির্মাতা প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে তাদের টেলিভিশনে ডিফল্টভাবে রেডিয়েন্ট আইপি টিভি ইনস্টল করার বিষয়ে আগ্রহ জানিয়েছে।
রেডিয়েন্ট আইপি টিভি দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইসিসি কমিউনিকেশনের সহযোগী প্রতিষ্ঠান। আইসিসি বর্তমানে দেশের প্রায় ৪০টি জেলায় ইন্টারনেট ও আইপি টেলিফোন সেবা দিচ্ছে। তারা সারা দেশে একই সংযোগে কোয়ার্ডপ্লে (ইন্টারনেট, টিভি, ফোন ও হোম অটোমেশন) বাস্তবায়ন নিয়ে কাজ করছে।


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘একসময় ডিজিটাল বাংলাদেশ নিয়ে হাসি–তামাশা করা হতো। আজ পৃথিবীর অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে ডিজিটাল বাংলাদেশ। আমরা আজ যে অবস্থায় আছি, পরবর্তী পাঁচ বছরের জন্য আরও বেশি করে ভাবতে হবে।’
সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সিটিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের প্রদর্শনী বেসিস সফটএক্সপো ২০১৯–এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, প্রযুক্তির বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সফটওয়্যার ও ডিজিটাল ডিভাইস প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও উদ্ভাবকদের ৫জির সঙ্গে সম্পৃক্ত প্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, বিগ ডেটা, আইওটি ও ব্লক চেইন প্রযুক্তির ওপর নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলতে হবে।মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন ১৮০টি দেশে সফটওয়্যার রপ্তানি করছে। আইওটি পণ্য আমরা সৌদি আরবে রপ্তানি করছি। প্রযুক্তিতে আগামী পাঁচ বছরে বিশ্বের মধ্যে বাংলাদেশ অনেক এগিয়ে থাকবে। ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে প্রযুক্তির বিস্ময়কর আবিষ্কার ৫জি যুগে প্রবেশের প্রস্তুতি ইতিমধ্যেই আমরা শুরু করেছি।’

গত ১০ বছরে অর্থনীতিতে বাংলাদেশের সফলতাকে অভাবনীয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। ৫৬৫ ডলারের মাথাপিছু আয়ের বাংলাদেশ গত ১০ বছরে ১ হাজার ৯০৯ ডলারের মাথাপিছু আয়ের বাংলাদেশে উন্নীত হয়েছে। এ বছর ৮ দশমিক ১৩ শতাংশ জিডিপি অর্জিত হয়েছে। কিন্তু আমরা এমন একটা সময়ে উপনীত হয়েছি, যখন ডিজিটাল যন্ত্র উৎপাদনের বিষয়টি অনেক সম্ভাবনাময় হয়ে উঠেছে।



ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের ২০১৯ বিশ্বকাপের দল প্রায় ঠিকই হয়ে আছে। গত কিছুদিন ধরে এ কথাই বলে আসছেন নির্বাচকরা। সঙ্গে অবশ্য এ রকম একটি পাদটীকাও তাঁরা জুড়ে দিচ্ছেন যে, ‘বিশ্বকাপ দলের একটি রূপরেখা চূড়ান্ত হয়েই আছে। তবে এর মধ্যে যদি কেউ দুর্দান্ত কিছু করে ফেলে, তাহলে ভিন্ন কথা।’ ভিন্ন সেই ভাবনায় তাঁদের নিয়ে যাওয়ার মতো পারফরম্যান্সও যে কেউ কেউ করছেন না, তাও নয়। চলতি ঢাকা প্রিমিয়ার লিগেই (ডিপিএল) আছেন উল্লেখযোগ্য বেশ কয়েকজন পারফরমার। আপাতত সবার আগে আসছে এনামুল হকের নামই। গতকাল ফতুল্লায় আবাহনীর বিপক্ষে করেছেন আসরে তাঁর টানা তৃতীয় সেঞ্চুরি।
যে সেঞ্চুরি দিয়ে তিনি পাশে বসলেন মোহাম্মদ আশরাফুলেরও। ‘লিস্ট এ’ ক্রিকেটের এক আসরে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরির রেকর্ড এখনো বাংলাদেশ দলের সাবেক অধিনায়কেরই আছে। যেটি গড়ার পথে গত আসরে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ডিপিএল ইতিহাসে প্রথমবারের মতো টানা তিন ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন আশরাফুল। গত আসরে প্রথম পর্বের শেষ রাউন্ডে মোহামেডানের বিপক্ষে ১২৭ রান করা ব্যাটসম্যান রেলিগেশন লিগের দুই ম্যাচেও ছুঁয়েছিলেন তিন অঙ্ক। অগ্রণী ব্যাংকের বিপক্ষে ১০৩ রান করার পর ব্রাদার্স ইউনিয়ন ম্যাচেও খেলেছিলেন ১৩৭ রানের দুর্দান্ত এক ইনিংস। তাঁর দল প্রথম বিভাগে অবনমিত হয়ে গেলেও রেকর্ডের পাতায় ঢুকে যাওয়া আশরাফুলের পাশে নিজের নামও টুকে নেওয়া এনামুলের ব্যাটেও এখন রানবন্যা। শেষ তিন ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়কের ইনিংসগুলো দেখুন—লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে অপরাজিত ১০০, শেখ জামাল ধানমণ্ডির বিপক্ষে ১০১ ও আবাহনীর বিপক্ষে ১০২!
আসরের প্রথম দুই ম্যাচে ভালো শুরু পেয়েও কাজে লাগাতে না পারা এনামুলের সবশেষ তিন ম্যাচের পারফরম্যান্স কি নির্বাচকদের ভাষ্যানুযায়ী ‘দুর্দান্ত কিছু’র মধ্যে পড়ছে? প্রশ্নটা শুনেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের জবাব, ‘অবশ্যই পড়ছে। টানা তিন ম্যাচে সেঞ্চুরি অবশ্যই বড় অর্জন। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সেও আমরা নজর রাখছি। যারা যারা পারফরম করছে, তারা কেউ আমাদের চোখের আড়ালে নেই।’ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে অনেক আগেই জাতীয় দলের বিবেচনার বাইরে চলে যাওয়া ফরহাদ রেজার অন্তত বিশ্বকাপের ৩০ জনের প্রাথমিক দলে থাকার তথ্য দিয়ে মিনহাজুলরা সে দাবিকে জোরালোও করতে পেরেছেন। অবশ্য তিনি এটিও চান যে পারফরমারের সংখ্যাধিক্যে তাঁদের কাজটি কঠিনও হয়ে যাক, ‘আমরা তো বিশ্বকাপ দল নিয়ে বসিনি এখনো। চাইব এর আগে যেন অনেক পারফরমার থাকে। সবাইকে তো আর সুযোগ দেওয়া যাবে না। তবে পারফরমার বেশি থাকার সুবিধা হলো অনেক ক্ষেত্রে বিকল্পের দরকার হলে ফর্মে থাকা এদের মধ্য থেকেই বেছে নেওয়া যায়।’
সে রকম কোনো পরিস্থিতিতেও কারো কারো জন্য খুলে যেতে পারে বিশ্বকাপের দরজা। ২০১৫ বিশ্বকাপে এনামুলের ইনজুরিতেই যেমন উড়ে গিয়েছিলেন ইমরুল কায়েস। নিউজিল্যান্ডের নেলসনে স্কটল্যান্ড ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়া এনামুলের অবশ্য এরপর জাতীয় দলে আবার জায়গা পেতে পেতে পেরিয়ে গেছে প্রায় তিন বছর। গত বছরের জানুয়ারিতে ঢাকা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের চার ম্যাচে ৫৫ রান করা এনামুল তবু দ্বিতীয় সুযোগ পেয়েছিলেন জুলাই-আগস্টের ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেখানেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁর রান—০, ২৩ ও ১০! যথেষ্ট সেই সুযোগেও পারফরম করতে না পারা এনামুলের টানা তিন সেঞ্চুরি যদি তাঁকে আবার বিবেচনার টেবিলেও অন্তত ওঠাতে পারে, তাও বা কম কী!


এক সপ্তাহ আগে ক্রাইস্টচার্চের এই এলাকায় মসজিদে জুমার নামাজে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। গতকাল সেখানে মুসল্লিদের প্রতীকী সুরক্ষা হিসেবে জড়ো হয়েছিল নিউজিল্যান্ডের নানা ধর্মের মানুষ। এসেছিলেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নও। 
ক্রাইস্টচার্চে হামলার এক সপ্তাহ পূর্ণ হলো গতকাল শুক্রবার। এই সাত দিনে নিউজিল্যান্ড থেকে শোকের ছায়া হয়তো পুরোপুরি মুছে যায়নি, কিন্তু মানুষে মানুষে বন্ধনটা সেখানে আরো সুদৃঢ় হয়েছে। যে বর্ণবিদ্বেষ ছড়ানোর লক্ষ্যে হামলাটি হয়েছিল, গত এক সপ্তাহে সেই বিদ্বেষ উল্টো বিলীন হয়েছে। ধর্ম-বর্ণ ভুলে সেখানকার মানুষ নিজেদের ক্রমাগত আবিষ্কার করছে শুধুই মানুষ হিসেবে।
এদিকে হামলায় নিহত পাঁচ বাংলাদেশির জানাজা সম্পন্ন হয়েছে। তাঁদের মধ্যে দুজনের দাফনও হয়েছে সেখানে। বাকি তিনজনের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
গত শুক্রবার উগ্র বর্ণবিদ্বেষী ব্রেন্টন টারান্টের বন্দুকের গুলিতে রক্তাক্ত হওয়া আল-নুর মসজিদ এখনো মুসল্লিদের জন্য উন্মুক্ত হয়নি। তাই গতকাল জুমার নামাজ হয় ওই মসজিদের পাশে; হ্যাগলি পার্কের খোলা মাঠে। তবে এবারের দৃশ্য ছিল অন্যান্য শুক্রবারের চেয়ে আলাদা। শুধু মুসলমান নয়; গতকাল সেখানে মুসল্লিদের প্রতীকী সুরক্ষা হিসেবে জড়ো হয়েছিল নিউজিল্যান্ডের নানা ধর্মের, নানা বয়সের, নানা বর্ণের মানুষ। বাদ ছিলেন না খোদ প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নও। টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় আজান। দুই মিনিট নীরবতা পালন করা হয় নিহতদের স্মরণে।
জুমার নামাজের পর স্থানীয় মাউরি জনগোষ্ঠীর তিন সদস্যের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মতা প্রকাশ করেন আহমেদ খান নামের এক ব্যক্তি। তিনি বহু পথ পাড়ি দিয়ে অকল্যান্ড থেকে ক্রাইস্টচার্চে এসেছেন। তিনি বলেন, ‘আমি অভিভূত। আমরা যখন নামাজ আদায় করছিলাম, তখন নিউজিল্যান্ডের হাজার হাজার মানুষ আমাদের পেছনে দাঁড়িয়ে ছিল। আমার কাছে মনে হয় না যে আমরা আলাদা কেউ।’ তিনি আরো বলেন, ‘৫০ জনের মৃত্যু মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু ওই হামলার পর এখনকার সব ধর্মের, সব বর্ণের মানুষ নিজেদের একটি সম্প্রদায় হিসেবেই আবিষ্কার করেছে।’
নামাজের সময় মুসল্লিদের পেছনে যারা দাঁড়িয়ে ছিল, তাদের অনেকের হাতেই প্ল্যাকার্ড ছিল। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমরা মুসলমান ভাইদের পাশে আছি।’ জন ডেল নামের এক ব্যক্তি বলেন, ‘নিউজিল্যান্ডের মানুষ ঐকবদ্ধ এবং কেউ তাতে ফাটল ধরাতে পারবে না। আমরা সব সময় একে অন্যের পাশে দাঁড়াব, তা সে মুসলমান, খ্রিস্টান যে ধর্মেরই হোক না কেন।’
হ্যাগলি পার্কে গতকাল অমুসলিম নারীরাও হিজাব পরেছিল। কাপড় ছিল প্রধানমন্ত্রী জাসিন্ডার মাথায়ও। তিনি মুসলমানদের উদ্দেশে বলেন, ‘নিউজিল্যান্ডের মানুষ আপনাদের ব্যথায় ব্যথিত। কারণ আমরা-আপনারা সবাই এক।’ মহানবীর উদ্ধৃতি দিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘সহানুভূতি কিংবা সমবেদনা একটি দেহের মতো; দেহের কোনো অংশে আঘাত লাগলে পুরো দেহই ব্যথা অনুভব করে।’
আল-নুর মসজিদের ইমাম গামাল ফউদা বলেন, ‘এখানে হামলা চালিয়ে বন্দুকধারী বিশ্বের কোটি মানুষের হূদয় ভেঙেছে। আজ সেই একই জায়গা ভরে উঠেছে সমবেদনা আর ভালোবাসায়।’ তিনি বলেন, ‘আমরা বেঁচে আছি এবং একসঙ্গে আছি। কেউ আমাদের আলাদা করতে পারবে না।’
জন ক্লার্ক নামের এক পর্যবেক্ষক বলেন, ‘ক্রাইস্টচার্চের হামলা এবং আজকের এই জনসমাগম মানুষকে কিছু বিষয়ে নতুন করে ভাবাবে। আমরা সাধারণত নিজেদের আলাদা আলাদা সম্প্রদায়ের অংশ হিসেবে দেখতে পছন্দ করি। কিন্তু এই দৃষ্টিভঙ্গির মধ্যে যে একটা অন্ধকার দিক আছে, তা এবার অনেকেই উপলব্ধি করতে পেরেছেন।’
এদিকে ক্রাইস্টচার্চ থেকে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান অণু জানিয়েছেন, গতকাল পাঁচ বাংলাদেশির জানাজা সম্পন্ন হয়েছে। দুজনের পরিবার (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. আবদুস সামাদ ও সিলেটের হোসনে আরা পারভিন) নিউজিল্যান্ডে তাঁদের মরদেহ দাফন করার ইচ্ছা প্রকাশ করেছিল। তাঁদের নিউজিল্যান্ডেই কবর দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বাকি তিনজনের (নারায়ণগঞ্জের ওমর ফারুক, চাঁদপুরের মোজাম্মেল হক ও নরসিংদীর জাকারিয়া ভুঁইয়া) পরিবার মরদেহ বাংলাদেশে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এ কারণে মরদেহগুলো হিমঘরে রাখা হয়েছে।’
ওই তিনজনের মরদেহ কবে নাগাদ বাংলাদেশে পৌঁছতে পারে জানতে চাইলে অনারারি কনসাল জানান, এটি নির্ভর করছে তাঁদের স্বজনরা মরদেহ কবে নেবে তার ওপর। কিছু আনুষ্ঠানিকতাও আছে।


মঞ্চে আলোচিত সৈয়দ জামিল আহমেদ নির্দেশিত নাটক ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’। শহীদুল জহিরের উপন্যাস অবলম্বনে নাটকটি ইতিমধ্যে বেশ সাড়া জাগিয়েছে। মুক্তিযুদ্ধ নাট্যোৎসবের মধ্য দিয়ে সাত দিনব্যাপী নাটকটির প্রদর্শনী হয়। এবার ঘোষণা এল, আরও তিন দিন প্রদর্শিত হবে নাটকটি।
‘স্পর্ধা’র ব্যানারে নাটকটি মঞ্চে এসেছে। এবার তারা নাটকটি প্রদর্শনী করবে কথাসাহিত্যিক শহীদুল জহিরের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে। ২৩ মার্চ এই সাহিত্যিকের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে থাকছে নাটকটির একটি প্রদর্শনী। পরদিন ২৪ মার্চ থাকবে আরও একটি প্রদর্শনী। এরপর ২৫ মার্চ দুটি প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হবে এই নাটকের মঞ্চায়ন।
‘স্পর্ধা’ সূত্র জানিয়েছে, যাঁরা এখনো নাটকটি দেখতে পারেননি, তাঁদের আবার দেখার সুযোগ এল। আগের সময়েই এই তিন দিন নাটকটি দেখা যাবে। অনলাইনে টিকিট কাটার সুযোগও থাকবে আগের মতো

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আহডার্ন
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আহডার্নকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এক টুইট বার্তায় একটি বন্দুকের ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলা হয়, ‘পরবর্তী লক্ষ্য আপনি’।
দেশটির সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টায় সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি বাতিল করে টুইটার কর্তৃপক্ষ। এর ৪৮ ঘণ্টা আগে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ওই পোস্ট দেওয়া হয়।
টুইটারের একজন মুখপাত্র বলেন, ‘আমরা প্রথম রিপোর্ট পাওয়ার পরপরই অ্যাকাউন্ট বাতিল করতে দ্রুত সিদ্ধান্ত নিই। আমাদের টিম প্রতিনিয়তই ক্রাইস্টচার্চ সংশ্লিষ্ট উসকানিমূলক বার্তা মুছে ফেলতে তৎপর রয়েছে। আমরা এই ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি।’প্রতিবেদনে আরও বলা হয়, ওই পোস্ট ছাড়াও একই বার্তা দিয়ে অপর একটি টুইট বার্তা পোস্ট করা হয়েছিল। ওই পোস্টটি প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশটির পুলিশ সংস্থাকে ট্যাগ করা হয়। এই পোস্টটি ব্যবহারকারীদের নজরে আসার পর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে টুইটার ব্যবহারকারীরা ওই অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে টুইটার কর্তৃপক্ষের কাছে আবেদন (রিপোর্ট) জানাতে থাকেন। পরে বিকেলে টুইটার কর্তৃপক্ষ এসব আবেদনে সাড়া দেয়।

প্রতিবেদনে বলা হয়, হুমকি দেওয়া ওই অ্যাকাউন্টে ইসলামবিদ্বেষী ও শ্বেতাঙ্গবাদের শ্রেষ্ঠত্বের কথা প্রচার করা হচ্ছিল। দেশটির একজন পুলিশ কর্মকর্তা বলছেন, তাঁরা বিষয়টি তদন্ত করছেন।
গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে । এতে ৫ বাংলাদেশিসহ ৫০ জন নিহত হন। ঘটনার পরপর আটক করা হয় অস্ট্রেলিয়ান এক নাগরিককে।

সড়ক দুর্ঘটনায় সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীসহ সাতজন নিহত হওয়ার ঘটনায় নথুল্লাবাদ সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবিটি শনিবার সকালের।
বরিশালে বানারীপাড়া-বরিশাল সড়কে দুর্ঘটনায় জড়িত বাসটির চালক আবদুল জলিলকে (৩২) গতকাল শুক্রবার রাতে আটক করেছে পুলিশ। এর প্রতিবাদে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিকভাবে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব সড়কপথে বাস ধর্মঘট আহ্বান করেছেন শ্রমিকেরা।
বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে জড়ো হয়ে শ্রমিকেরা এই ধর্মঘটের ডাক দেন। এতে সব সড়কপথে বাস চলাচল বন্ধ হয়ে যায়। দূরপাল্লার বাসের টিকিট বিক্রিও বন্ধ করে দেন তাঁরা।
একই সঙ্গে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বিএম কলেজের শিক্ষার্থীরাও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন।


গতকাল ওই দুর্ঘটনায় বিএম কলেজ ছাত্রীসহ সাতজন নিহত হন। এর মধ্যে তিনজন নারী ও এক শিশু রয়েছে। এ ঘটনা তদন্তে জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে মহানগর পুলিশের প্রতিনিধি, বিআরটিএ এডি, বরিশাল সিটি করপোরেশনের প্রতিনিধি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের প্রতিনিধিদের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল জানান, গতকাল রাত পৌনে আটটার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার আরজি কালিকাপুর এলাকার নিজ বাড়ি থেকে বাসচালক জলিলকে আটক করা হয়। পরে তাঁকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘চালককে আটকের ঘটনায় শ্রমিকেরা বাস ধর্মঘট আহ্বান করেছেন। বিষয়টি সমাধানের জন্য আমরা আলোচনায় বসছি।’
গতকাল সকাল পৌনে ১০টার দিকে বরিশাল নগরের নথুল্লাবাদ থেকে যাত্রী নিয়ে তিন চাকার একটি যান (মাহেন্দ্র) বানারীপাড়া যাচ্ছিল। এ সময় বরিশাল-বানারীপাড়া সড়কের গরিয়ারপাড় এলাকার তেঁতুলতলায় বানারীপাড়া থেকে বরিশালে উদ্দেশে ছেড়ে আসা দুর্জয় পরিবহন নামের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মাহেন্দ্রটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং ১০ জন গুরুতর আহত হন। পরে আহত ব্যক্তিদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর পাঁচজন এবং বিকেলে ঢাকায় নেওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটির চালক দ্রুত ঘটনাস্থল থেকে বাস নিয়ে সটকে পড়েন। পরে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে পুলিশ বাসটি জব্দ করলেও এর চালক ও সহকারী পালিয়ে যান।
আরও সংবাদ

প্রায় তিন দশক ধরে অচলাবস্থার পর আজ ভিপি নুরুল হক নুরসহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত নেতাদের অংশগ্রহণে প্রথম সভা শুরু হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ডাকসু ভবনে এই বৈঠক শুরু হয়। এতে ভিপি নুরুল হক নুরসহ ডাকসুর নবনির্বাচিত নেতারা অংশ নিয়েছেন।
নুর ভিপির দায়িত্ব নিলেও পুনর্নির্বাচনের দাবিকেও সমর্থন করেন বলে জানিয়েছেন।
নির্বাচনের পর ডাকসুর প্রথম সভা এটি। সভায় সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।
উপাচার্য পদাধিকার বলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। বাকিরা নির্বাচিত হন ছাত্রদের মধ্য থেকে।
নতুন ডাকসুর প্রথম কার্যকরি সংসদের বৈঠকে অংশ নিতে সকাল সাড়ে ১১টার আগেই ডাকসু ভবনে উপস্থিত হন নুর। তার সঙ্গে সমাজসেবা সম্পাদক আকতার হোসেনও ছিলেন। নতুন ডাকসুর এই দুই নেতা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা। বাকি সবাই ছাত্রলীগের।
বিশ্ববিদ্যালয়ের রীতি অনুযায়ী নির্বাচিত ছাত্র প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা পরে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করবেন।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা
উপজেলা পরিষদ নির্বাচনেও রাতে ব্যালট বাক্স ভর্তির চেষ্টা হয়েছিল বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
সিইসি বলেন, ‘১০ তারিখের ভোটেও চেষ্টা হয়েছিল। যাঁদের ওপর নির্ভর করি, প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, রাতে সিল মারার চেষ্টা করেছেন। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।’
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে গতকাল বুধবার সিলেটে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভোট–সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি ওই কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
গত শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে সিইসি বলেছিলেন, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হলে রাতে ব্যালট বাক্স ভরার সুযোগ থাকবে না। এ বক্তব্য প্রসঙ্গে সিলেটের সাংবাদিকেরা জানতে চাইলে সিইসি বলেন, নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই, আগুন লাগানো, পানিতে ফেলে দেওয়া ও জোরপূর্বক সিল মারা এক দিনের এবং একটি ঘটনা নয়। এটা বহু পুরোনো।
নূরুল হুদা বলেন, ‘অতীতে নির্বাচন বাক্স ছিল টিনের। যাতে ব্যালট আছে কি না বোঝা যেত না। পরে আমরা স্বচ্ছ বাক্স চালু করেছি। ইভিএম চালু হলে অনেক সমস্যার সমাধান হবে। আগের বক্তব্যটি গত সময়ের আলোকে বলা হয়েছে।’
বিএনপিসহ বড় দলগুলো ভোট বর্জন করলেও নির্বাচনের গ্রহণযোগ্যতা কমেনি বলে মন্তব্য করেন সিইসি।

জোড়া গোল করেছেন মানে। ছবি: এএফপি

চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে লিভারপুল। দ্বিতীয় লেগের ম্যাচটিতে লিভারপুলের হয়ে জোড়া গোল করেন সাদিও মানে। অন্য গোলটি করেন ফন ডিক।
নিজেদের মাঠে গোলশূন্য ড্রয়ের পর বায়ার্নের মাঠে গিয়ে তাদের উড়িয়ে দিল লিভারপুল। জার্মান চ্যাম্পিয়নদের ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের চার নম্বর দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল লিভারপুল। ‘জার্মান-ইংরেজ’ লড়াইয়ে শতভাগ পূর্ণতা দেওয়ার দায় সারল লিভারপুল!
শুরু থেকে বল দখল নিয়ে খেলার চেষ্টা করে বায়ার্ন। গোলের সুযোগও পেয়ে যায় স্বাগতিকেরা। দশম মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন লেভানডস্কি। এরপর দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে খেলায় উত্তেজনা তৈরি হয়। তবে ২৬তম মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন সাদিও মানে। ফন ডিকের হাওয়ায় ভাসানো বল জালে জড়ান মানে। ৩৯তম মিনিটে মাতিপের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বায়ার্ন।
১-১ সমতায় প্রথমার্ধের খেলা শেষ হলেও দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় অতিথিরা। ৬৯তম মিনিটে জেমস মিলনারের কর্নার থেকে পাওয়া বল হেডে জালে জড়ান ফন ডিক। মিনিট পাঁচেক পর গোলের সহজ সুযোগ পান সালাহ। সে সুযোগ হাতছাড়া হলেও ৮৪তম মিনিটে সালাহর বাড়ানো বল থেকেই গোল করেন মানে। ডি বক্সের বাইরে থেকে সালাহর বাড়ানো বলে মাথা ছোঁয়ান মানে

আগামী এক থেকে দেড় দশকে চীন বাংলাদেশের জ্বালানি, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে ৫ হাজার কোটি ডলারের বিনিয়োগ করবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা যে প্রগতি ও উন্নয়নের পথে এগিয়ে চলেছি, তাতে চীন গুরুত্বপূর্ণ অংশীদার। আগামী ১০-১৫ বছরে চীন বাংলাদেশের জ্বালানি, বিদ্যুৎ ও যোগাযোগ খাতের উন্নয়নে ৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে বলে আশা করা যায়।’
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গত সোমবার হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) ‘বাংলাদেশ-চীন বাণিজ্য সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এতে বাংলাদেশে চীনা ব্যবসায়ী গোষ্ঠী, ব্যাংকের গ্রাহক ও এইচএসবিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আহমদ কায়কাউস বলেন, ‘২০৪১ সাল নাগাদ ৮২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সে জন্য প্রয়োজন হবে ১৮ হাজার কোটি ডলারের বিনিয়োগ।’
আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনা ইকোনমিক কাউন্সিলর লি গুয়াংজুন,এইচএসবিসি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমার্শিয়াল ব্যাংকিং বিভাগের ইন্টারন্যাশনাল কান্ট্রিজ আঞ্চলিক প্রধান টিম ইভান্স, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী ফ্রাঁসোয়া দ্য ম্যারিকো, উপপ্রধান নির্বাহী কর্মকর্তা (ডেপুটি সিইও) মো. মাহবুবউর রহমান প্রমুখ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আজ বুধবার সকালে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক অধ্যাপক আবু নাসার রিজভী আজ সকালে এ তথ্য জানান।

অধ্যাপক আবু নাসার রিজভী বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো। আজ সকাল থেকে তাঁকে নরম খাবার দেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে সুবিধাজনক সময়ে তাঁর বাইপাস সার্জারির প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকেরা।

এর আগে কার্ডিও থোরাসিক সার্জন সিবাস্টিন কুমার সামি মন্ত্রীর চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান। এ সময় উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের ও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান।

ওবায়দুল কাদের ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে বিএসএমএমইউতে ভর্তি হন। তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। তাঁর চিকিৎসা বিষয়ে পরামর্শ দিতে ঢাকায় আসেন ভারতের স্বনামধন্য হৃদ্‌রোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ ওবায়দুল কাদেরকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। মন্ত্রীর চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিকেল বোর্ড।

পাঁচ দিনের বিদ্যুৎ বিপর্যয়ে ভেনেজুয়েলায় বিরোধী দল–নিয়ন্ত্রিত কংগ্রেস গতকাল সোমবার দেশটিতে ‘রাষ্ট্রীয় সতর্কতা’ ঘোষণা করেছে। বিদ্যুৎ বিপর্যয়ে তেল রপ্তানিকারক দেশটির লাখো মানুষ খাবার ও পানি নিয়ে বিপাকে পড়েছে। গতকাল সোমবারও দেশটির বেশির ভাগ অঞ্চল বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন ছিল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার দেশটি ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে পড়ে। এটাকে যুক্তরাষ্ট্রের স্যাবোটেজ বলে দাবি করেছেন প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের নেতা এবং দেশটির স্বঘোষিত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর প্রতি সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের।

গতকাল কংগ্রেসের অধিবেশনে রাষ্ট্রীয় সতর্কতা জারির আহ্বান জানিয়ে হুয়ান গুয়াইদো বলেন, ভেনেজুয়েলায় কোনো কিছু স্বাভাবিক নেই। এই মর্মান্তিক ঘটনাকে সাধারণ হিসেবে বিবেচনা করা বরদাশত করা হবে না। তাই এ সময় রাষ্ট্রীয় সতর্কতা জারির আদেশ প্রয়োজন।

বিদ্যুৎ–সংযোগ চালু করতে কাজ করছেন বিদ্যুৎকর্মীরা। ছবি: রয়টার্স

ভেনেজুয়েলার সংবিধান অনুসারে দেশে মহাদুর্যোগের সময় ‘জাতির নিরাপত্তা গুরুতরভাবে সমঝোতা’ করার লক্ষ্যে প্রেসিডেন্ট রাষ্ট্রীয় সতর্কতা জারি করতে পারেন। তবে এ ঘোষণার বাস্তবিক প্রভাব কী, সে সম্পর্কে বিশদভাবে বর্ণনা করা হয়নি।

২০১৮ সালের নির্বাচনে নিকোলা মাদুরোর বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ এনে এ বছরের জানুয়ারি মাসে নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন গুয়াইদো। তাঁকে ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রসহ বেশির ভাগ পশ্চিমা দেশ। তবে রাশিয়া, চীনসহ কয়েকটি দেশের সমর্থনে মাদুরোর এখনো সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ রয়েছে।

তেলশিল্প সূত্রে জানা গেছে, বিদ্যুতের অভাবে তেল রপ্তানির প্রাথমিক বন্দর হোজের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এ কারণে ভেনেজুয়েলার রাজস্ব আয়ের প্রথম উৎস বন্ধ হয়ে গেছে।

কংগ্রেস অধিবেশনে গুয়াইদো জাহাজে করে মাদুরোর মিত্রদেশ কিউবায় তেল রপ্তানি বন্ধের আহ্বান জানান। কিউবা প্রায় দুই দশক ধরে ভেনেজুয়েলার কাছ থেকে কম মূল্যে অপরিশোধিত তেল পেয়ে আসছে।

গুয়াইদো এই পদক্ষেপ (কিউবায় তেল রপ্তানি বন্ধ) বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান। তিনি বলেন, জাতীয় এই বিপর্যয়ে ভেনেজুয়েলার মানুষের এখন জরুরি ভিত্তিতে তেল প্রয়োজন। এই তেল বাইরে দেওয়া যাবে না।

গুয়াইদোর এই আহ্বানের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

বিদ্যুৎ বিপর্যয়ের কারণে রেফ্রিজারেটরে মজুত রাখা খাবার নষ্ট হয়ে যাচ্ছে। হাসপাতালগুলোর চিকিৎসা যন্ত্রপাতি চালু রাখা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিদেশে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে মোবাইল ফোনের সিগন্যাল পেতে রাস্তায় নেমে আসছে লোকজন। গতকাল অনেকে সুয়ারেজ সংযোগ থেকেও কন্টেইনারে করে পানি সংগ্রহ করে।

রাজধানী কারাকাসের এক বাসিন্দা নেয়লে গঞ্জালেজ অসহায়ত্ব প্রকাশ করে বলেন, তাঁর পাগল মতো লাগছে। সরকার মেনে নিচ্ছে না যে এটা তাদের দোষ। বছরের পর বছর ধরে তারা বিদ্যুৎ লাইনের কোনো ব্যবস্থাপনা করেনি।

ভেনেজুয়েলার বিদ্যুৎ গ্রিড বছরের পর বছর ধরে বিনিয়োগের অভাবে ধুঁকছে। আমদানির ওপর বিধিনিষেধ থাকায় যন্ত্রাংশ কেনাকাটায় তা প্রভাব ফেলেছে। কারিগরিভাবে দক্ষ অনেকে দেশে ছেড়ে পালিয়েছেন। গত কয়েক বছরে ৩০ লাখ লোক ভেনেজুয়েলা ছেড়ে চলে গেছে।

দেশটির তড়িৎ প্রকৌশলীদের পেশাদার এক সংগঠনের প্রেসিডেন্ট উইস্টন কাবাস বলেন, জ্বালানির অভাবে দেশটির কয়েকটি তাপবিদ্যুৎকেন্দ্র ২০ শতাংশ সক্ষমতা নিয়ে কাজ করছিল। সরকার নির্দিষ্ট পরিমাপে বিদ্যুৎ সরবরাহ করছিল। এখন বিদ্যুৎ–সংযোগ চালু করার বিষয়টি বেশ ‘জটিল’ হবে। এতে পাঁচ-ছয় দিন লেগে যেতে পারে।

আলফ্রেদো কিনতেরো নামের ২৩ বছর বয়সী এক তরুণের কিডনি পাঁচ বছর ধরে অকার্যকর। বেঁচে থাকার জন্য তাঁকে সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করতে হয়। তাঁর মতো রোগীরা এখন সেখানে আতঙ্কে ভুগছেন। তিনি জানান, যখন বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তাঁর ডায়ালাইসিস চলছিল। তবে ভাগ্যক্রমে গত রোববার কারাকাসের যে এলাকায় স্বল্প পরিসরে বিদ্যুৎ–সংযোগ দেওয়া হয়েছে, সেখানে তিনি ডায়ালাইসিসের সুযোগ পেয়েছেন। তিনি বলেন, ‘আমার ভাগ্য যাচাই করতে এসেছি, ঈশ্বরকে ধন্যবাদ যে সেখানে বিদ্যুৎ আছে।’

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া বেসরকারি সংগঠন কোদভিদার তথ্য অনুসারে ডায়ালাইসিসের অভাবে গত শনি ও রোববার দুদিনে ১৫ জন রোগীর মৃত্যু হয়েছে। তবে সরকারি হাসপাতালে ডায়ালাইসিসের অভাবে কোনো মৃত্যুর কথা অস্বীকার করেছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জেনারেটরের মাধ্যমে ডায়ালাইসিস যন্ত্র চালু রাখা হয়েছে।

কোদভিদা আরও জানিয়েছে, ভেনেজুয়েলায় ১০ হাজার ২০০ মানুষ কিডনি সমস্যায় ভুগছে। এর মধ্যে তিন হাজার রোগী ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল।

হোস ম্যানুয়েল রদ্রিগেজ নামের এক ব্যক্তি তাঁর ৮৭ বছর বয়সী শ্বশুরকে নিয়ে হাসপাতালে ডায়ালাইসিস করতে এসেছিলেন। তিনি বলেন, ভেনেজুয়েলায় বিদ্যুৎ বিপর্যয় হরহামেশাই ঘটে থাকে।

ভাইয়ের চিকিৎসার জন্য অপেক্ষা করছিলেন ৫১ বছর বয়সী এক ব্যাংককর্মী হারলেন পেরেইরা। তিনি বলেন, যুদ্ধের চেয়েও খারাপ অবস্থা চলছে এখন।

ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হককে বরণ করে নিয়েছে ছাত্রলীগ। নেতা-কর্মীদের নিয়ে মঙ্গলবার বিকেল সোয়া চারটায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন টিএসসির মিলনায়তনে প্রবেশ করেন। এ সময় সেখানে ছাত্রলীগের নেতা-কর্মী ও অন্যান্য দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

টিএসসি মিলনায়তনে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘আমাদের সবার চাওয়া-পাওয়া নুরুল হক পূরণ করবে। আমি পারিনি কী হয়েছে, নুরুল হক পূরণ করবে। সে জন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, যেন স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ঠিক থাকে।’ এ সময় নুরুল হক ছাত্রলীগ সভাপতির সঙ্গে সহমত পোষণ করেন।

এ সময় নবনির্বাচিত ভিপি নুরুল হক বলেন, ‘ক্লাস-পরীক্ষা বর্জনের যে ঘোষণা দিয়েছিলাম, তা থেকে আমরা সরে এসেছি। তবে পুনর্নিবাচনের দাবি অব্যাহত থাকেব। আমরা শিক্ষার্থীদের রায় মেনে নিয়ে শিক্ষার্থীদের স্বার্থে এক সাথে কাজ করব।’

ভিপি নুরুল হক বলেন, ‘ছাত্রলীগ আমাকে অভিনন্দন জানিয়েছে। আমি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। আমার ওপর ছাত্রলীগ যে হামলা করেছে, সেটার বিচারের দায়িত্ব আমি ছাত্রলীগ সভাপতির ওপর দিলাম। তিনি বড় ভাই হিসেবে এটা দেখবেন। ক্লাস-পরীক্ষা বর্জনের যে ঘোষণা দিয়েছিলাম, সেটা প্রত্যাহার করে নিলাম। আর ছাত্রলীগের সাধারণ সম্পাদকও পুনর্নির্বাচন চেয়েছেন, সে জন্য আমিও পুনর্নির্বাচনের জন্য প্রশাসনকে বলব।’

এর আগে শোভনের অনুরোধে উপাচার্যের বাসভবনের সামনে থেকে সরে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা। বেলা ৩টা ৪৫ মিনিটে ওই এলাকা থেকে ছাত্রলীগের কর্মীরা সরে যান। সেখানে রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘আমাদের সবাইকে নিয়েই চলতে হবে। ক্যাম্পাসের পরিবেশ ঠিক রাখতে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। আমি সবাইকে অনুরোধ করব এখান থেকে সরে যেতে।’

ছাত্রলীগের সভাপতি শোভন আরও বলেন, ‘ছাত্রলীগের মন বিশাল। আমরা বাংলাদেশকে ধারণ করি। আমরা আমাদের অভিভাবকদের সঙ্গে বেয়াদবি করতে পারি না। সবাইকে অনুরোধ করব এখান থেকে সরে যেতে।’

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget