আগস্ট 2022

 


শ্রীবরদীতে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ


শেরপুরের শ্রীবরদীতে সীমা আক্তার (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩১ আগস্ট বুধবার দুপুরে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের আশ্বিনাকান্দা গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। 

নিহত সীমা আক্তার ওই গ্রামের নুর ইসলামের ছেলে অটো চালক জুয়েল মিয়ার স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে গলায় রশি বেঁধে ঘরে আড়ার সাথে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।


জানা যায়, চার পাঁচ বছর আগে পার্শ্ববর্তী বীরবান্দা গ্রামের মুজাফর আলীর মেয়ে সীমা আক্তারের সাথে বিয়ে হয় নুরুল ইসলামের ছেলে জুয়েল মিয়ার। তাদের দাম্পত্যে এক ছেলে সন্তান হয়। 


সম্প্রতি তাদের স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই জের ধরে আজ তার শাশুড়ির সাথে কথা কাটা কাটির এক পর্যায়ে সকাল ১০ টার দিকে ঘরের আড়ার সাথে গলায় রশি বেঁধে  আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। 


এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনা সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। 

তবে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আরো পড়ুন:



 


জুলাইয়ে কম বৃষ্টিপাতের রেকর্ড, বেড়েছে গরম 


দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে। তবে এ বছর জুলাইয়ে আবহাওয়া পরিস্থিতি ছিল অনেকটাই ভিন্ন। গত মাসে দেশে ৪২ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে।


বৃষ্টি কম হওয়ায় গরম বেশি পড়ছে। এতে মানুষের কষ্ট বেড়েছে। ওদিকে আমন ধান আবাদ করতে গিয়ে কৃষকেরা পানির সংকটে পড়েছেন।


আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জুলাই মাসে দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ ৫০০ মিলিমিটার। তবে এ বছর জুলাইয়ে গড় বৃষ্টি হয়েছে ২১১ মিলিমিটার। ১৯৮০ সাল থেকে বৃষ্টিপাতের তথ্য নিয়মিত সংরক্ষণ করে আসছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির হিসাবে, এবারের জুলাইয়ের মতো এত কম বৃষ্টি আগে হয়নি। ২০২০ সালের জুলাইয়ে দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫৫৩ মিলিমিটার। আর গত বছরে তা ছিল ৪৭১ মিলিমিটার।


জুলাইয়ে শুধু বৃষ্টি কম হয়েছে, তা নয়। এ সময় দেশজুড়ে তাপমাত্রাও ছিল বাড়তি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত তিন দশকে এবার জুলাই মাসে দেশে সর্বোচ্চ গড় তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

এ বছর জুলাইয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ওই গড়ের তুলনায় ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রাও গড়ের তুলনায় প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ফলে দিন ও রাত—উভয় সময়ে গরম বেশি অনুভূত হয়েছে। গত মাসে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রাজশাহীতে, স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। ঢাকায় প্রায় আড়াই ডিগ্রি বাড়তি তাপমাত্রা ছিল মাসজুড়ে।


চলতি বছরের শুরু থেকেই আবহাওয়া অস্বাভাবিক আচরণ করছে বলে মন্তব্য করছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান। তিনি প্রথম আলোকে বলেন, গত জুনে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। 


অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলে বন্যা হতে দেখা গেছে। জুলাই মাসে দেশজুড়ে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হয়েছে। আবার জুন ও জুলাই—এ দুই মাসেই দেশে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা ছিল। এমন বাড়তি তাপমাত্রা ও কম বৃষ্টিপাত কৃষি ও পরিবেশের জন্য ক্ষতির কারণ হতে পারে।


আরো পড়ুন:



 


ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ 


জ্বালানি তেল, সার, পরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। 


সোমবার (২৯ আগস্ট) বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি। 


জেলা বিএনপির আয়োজনে বিকালে জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ঠাকুরগাঁও শহরে জেলা বিএনপি কার্যালয়ে এসে জমায়েত হয়। পরে সেখান থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশ করেন তারা। 


এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অংশ নেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সরকারসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 


সমাবেশ জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান সরকার কর্তৃক জ্বালানি, তেল, সার, পরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপির বিক্ষোভ সমাবেশে মানুষ হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। 


এতে শেখ হাসিনা সরকারের পতন ঘণ্টা বেজেছে গেছে। আমরা বিশ্বাস করি আজ বিক্ষোভে যেভাবে মানুষ একত্রিত হয়েছেন তাতে এভাবেই মানুষ সরকারের পতন ঘটিয়ে ছাড়বে। আমাদের লক্ষ্য বর্তমান সরকারের পতন ঘটানো। তাই আজকে যারে ফিরে এসেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং একই সাথে সরকারের পতন ঘটানোর সংগ্রামে শেষ পর্যন্ত সকলে অংশগ্রহণ করবেন ও সাথে থাকবেন।,


আরো পড়ুন:





লিটারে পাঁচ টাকা কমছে ডিজেল-পেট্রোল-অকটেনের দাম


বাংলাদেশে জ্বালানি তেলের দাম পাঁচ টাকা কমিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

ফলে ডিজেল, অকটেন, পেট্রোল, কেরোসিন এই চার ধরনের জ্বালানির দাম লিটারে পাঁচ টাকা করে কমছে। সোমবার মধ্যরাত থেকে এই দাম কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জ্বালানির দাম সহনীয় পর্যায়ে আনতে রবিবারই ডিজেলের আমদানি শুল্ক ও অগ্রিম কর কমিয়েছে সরকার। এর ফলে একটা ধারণা হয়েছিল, ডিজেলের দাম কমানোরও একটা সিদ্ধান্ত আসবে।

সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান যে - বাংলাদেশে দুয়েকদিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।

আর সোমবার রাতেই প্রজ্ঞাপন জারি করে চার ধরনের জ্বালানির দাম কমানোর সিদ্ধান্তের কথা জানানো হয়।


গত পাঁচই অগাস্ট সরকার ডিজেল ও পেট্রোলসহ সব ধরণের জ্বালানির দাম বাড়ানোর ঘোষণা দেয়।

সেসময় ডিজেল ও কেরোসিনের দাম প্রায় ৪২ শতাংশ বাড়িয়ে লিটার প্রতি ৮০ টাকা থেকে ১১৪ টাকা করা হয়।

এ নিয়ে অব্যহত সমালোচনার মধ্যে ডিজেলের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করে ২৮শে অগাস্ট জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রজ্ঞাপন জারি করেছে।


প্রজ্ঞাপনে আমাদানি শুল্ক কমানোর সাথে সাথে পাঁচ শতাংশ অগ্রিম করও প্রত্যাহার করা হয়েছে।

* ডিজেল, পেট্রলসহ সমস্ত জ্বালানি তেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি

* বিশ্ববাজারের সাথে বাংলাদেশে তেলের দাম সমন্বয় হয় না কেন?


এবং রোববার রাত থেকেই নতুন শুল্কহার কার্যকর হয়েছে।

দাম কমানো নিয়ে যা বলেছিলেন প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে তেলের দাম আবারো বেড়ে গেছে উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এখন মূল্য সমন্বয় করতে হলে সরকারকে জ্বালানি তেলে ভর্তুকি বাড়াতে হবে।

তিনি বলেন, "যখন ১১৪ টাকা ছিল ডিজেল, তখন ৮ টাকার ওপরে ভর্তুকি ছিল। এখন হয়ত সেই জায়গাটা আরো বাড়বে। কিন্তু তারপরও এটা (আমদানি শুল্ক ও কর) রিডিউস (কম) করাতে দাম কতটা অ্যাডজাস্ট হবে সেটা আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই।"

মূল্য সমন্বয়ের বিষয়ে যাচাইবাছাই চলছে বলে জানান তিনি।

তবে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জ্বালানি তেলের দাম কমবে কিনা সেরকম কোনও আভাস দেননি।


বাংলাদেশে জ্বালানি তেলের নজিরবিহীন মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বিশ্ববাজারে দাম বৃদ্ধিকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

কিন্তু গত কিছুদিন ধরে বিশ্ববাজারে তেলের দাম কমে আসলেও বাংলাদেশে জ্বালানি তেলের দাম কমানোর কোন লক্ষণ দেখা যায়নি, সে নিয়েও ব্যাপক আলোচনা ও সমালোচনা রয়েছে।

তবে এর মধ্যেই আবারো বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এখন ব্যারেল প্রতি তেল ১৫০ ডলারে উঠে গেছে বলে উল্লেখ করেছেন প্রতিমন্ত্রী।


আন্তর্জাতিক বাজারের দামের সাথে সমন্বয় না করার যুক্তি হিসেবে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সম্প্রতি বিবিসি বাংলাকে বলেছিলেন, ধাপে ধাপে দাম বাড়ালে লিটার প্রতি দশ টাকা করে প্রতি মাসেই বাড়াতে হতো।

তবে বিশ্লেষকেরা বলছেন মূলত দুটি কারণে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বিশ্ববাজারের সাথে প্রতিনিয়ত সমন্বয় করা হয় না।

অভ্যন্তরীণ বাজারে সরকার জ্বালানি তেলের যে দাম ঠিক করে দেয়, সে দামেই ভোক্তা ক্রয় করে।আর এই দাম নির্ধারিত হয় সরকারি সিদ্ধান্তে, বাজারের প্রতিযোগিতার ভিত্তিতে নয়।

দ্বিতীয়ত, সরকার আন্তর্জাতিক বাজার থেকে সাধারণত দীর্ঘমেয়াদী চুক্তিতে তেল কেনে।আর সে চুক্তি হয় মূলত কত জাহাজ ও লিটার তেল কেনা হবে তার ওপর।

ফলে যখন যে চুক্তি হয়, সে চুক্তি অনুযায়ীই তেল পাওয়া যায়- বিশ্ববাজারে দাম যাই হোক না কেন।


Posted by bbc


আরো পড়ুন:



 



চট্টগ্রাম হালিশহরে সুদখোর ‘সুন্দরী’র বিরুদ্ধে মানববন্ধন


চট্টগ্রাম নগরীর হালিশহরে চড়া সুদে টাকা ধার দিয়ে হয়রানি, খালি চেকের পাতা নিয়ে মামলায় ফাঁসানোসহ নানা অভিযোগে কুলসুমা বেগম ওরফে ‘সুন্দরী’র বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।


শুক্রবার (২৬ আগস্ট) বিকালে বড়পোল এলাকার বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে মানববন্ধন করা হয়। এতে বড়পোল এলাকার সুন্দরীপাড়া, সাইটপাড়া, মইন্যাপাড়া, নতুনপাড়া ও নিউমুরিং আবাসিক এলাকার কয়েকশ ভুক্তভোগী নারী-পুরুষ মানববন্ধনে উপস্থিত হোন।


মানববন্ধনে ভুক্তভোগী আল মামুন বলেন, ‘এলাকাবাসীর লোকজন সমস্যায় পড়ে সুন্দরীর কাছে গেলে তিনি প্রথমে টাকা ধার দেন। পরে মাসিক হিসেবে আসল টাকা ভুক্তভোগী সুদসহ পরিশোধ করে দেওয়ার পরও গ্যারান্টি হিসেবে নেওয়া হয় খালি চেক, স্ট্যাম্প। সেসব কাগজ ফেরত না দিয়ে আবারও ভুক্তভোগীর কাছ থেকে টাকা দাবি করেন সুন্দরী। 

তার এমন চাঁদাবাজিতে সহযোগিতা করে স্থানীয় সন্ত্রাসী ঠোঁট কাটা জাহেদ ও হালিশহর থানার ক্যাশিয়ার হিসেবে পরিচিত আলাউদ্দিন। তাদের দিয়ে ভুক্তভোগীর বাসায়ও হামলা চালানো হয়। টাকা না দিলে জোর করে টর্চার সেলে নিয়ে চালানো হয় নির্যাতন।’


এ বিষয়ে কেউ প্রতিবাদ করতে চাইলে থানার সঙ্গে যোগসাজশ করে তাকে ইয়াবা অথবা অন্য কোনো মামলায় ফাঁসানো হয়।


অপর এক ভুক্তভোগী ব্যবসায়ী জানান, এক লাখ ৭০ হাজার টাকা ধার নেওয়ার পর সুদসহ ৩ লাখ ৩৬ হাজার টাকা পরিশোধ করা হয় তাকে। এরপরও গ্যারান্টি হিসেবে নেওয়া ১০টি খালি চেকের পাতা ওই মহিলা ফেরত দেননি। 

বরং ওই চেকে ১০ লাখ টাকার অংক বসিয়ে আদালতে মামলা করে হয়রানি করা হয় তাকে। ভুক্তভোগীদের বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের হামলার একাধিক ভিডিও ফুটেজসহ র্যা ব ও পুলিশের কাছে অভিযোগ করা হলেও অদৃশ্য কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীসহ চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।


আরো পড়ুন:


 

শেরপুরে শশুরবাড়ীতে স্ত্রীকে হত্যার পর স্বামীর বিষপানে আত্মহত্যার চেষ্টা 


শেরপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বিষপানে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে ২৮আগষ্ট সোমবার সকালে। নিহত পারভীন বেগম (৩২) ভাতশালা ইউনিয়নের বয়রা পরানপুর গ্রামের সোহরাব আলীর মেয়ে স্বামী শফিকুল ইসলাম (৩৮)  একই ইউনিয়নের হাওড়া গ্রামের মন মিয়ার ছেলে। নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, পারভীন ও শফিকুলের বিয়ে হয় ১০ বছর আগে। 


তাদের ৮ বছরের এক মেয়ে ও ৬ বছরের এক ছেলে রয়েছে। পারিবারিক কলহের জেরে দুই মাস আগে শফিকুলের বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যান পারভীন। সেখানে পৌরসভার নাগপাড়ায় আল বারাকা নামে একটি প্রাইভেট হাসপাতালে আয়ার চাকরি নেন।

রোববার রাতে শ্বশুর বাড়িতে যান শফিকুল। রাতের খেয়ে সবাই শুয়ে পড়েন। রাতে কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে পারভীনের গলা কেটে হত্যা করেন শফিকুল। পরে নিজেও বিষয় পান করে আত্মহত্যার চেষ্টা করেন।


পারভীনের মা জামেলা বেগম বলেন, সোমবার সকালে তার মেয়ে পারভীন এবং জামাই শফিকুলের কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে উঁকি দিয়ে দেখতে পান পারভীন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে এবং শফিকুলের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। চিৎকার দিলে বাড়ির লোকজন এসে পুলিশে খবর দেয়। ৯টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া  বলেন, ‘সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। শফিকুলকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের প্রাথমিক ধারণা, শফিকুল তার স্ত্রীকে ধারালো কিছু দিয়ে গলা কেটে হত্যা করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আরো পড়ুন:

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget