বিপিএলের সেরার পকেটে উঠছে যত টাকা | As much money is rising in the best pocket of BPL


নানা আলোচনা-সমালোচনা মিলেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২০১২ সালে অনুষ্ঠিত প্রথম আসর দিয়ে তাক লাকিয়ে দিয়েছিল আয়োজকরা। তবে এবার আর আগের মতো অর্থের ঝনঝনানি দেখা মিলবে না। বিপিএলের এবারের আসরের টুর্নামেন্ট সেরা পাবেন শুধু ২ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যা ১ লাখ ৭১ হাজার টাকা মাত্র।


করোনার দোহাই দিয়ে বাজেট কমানোতেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। যার ফলে ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরষ্কারেও ভাটা পড়েছে। বিপিএলের প্রথম দুই আসরেই টুর্নামেন্ট সেরাকে দেয়া হয়েছিল গাড়ি। এরপর সেটা নেমে এসেছিল মোটর সাইকেলে। এবার সেটাও থাকছে না।  



বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি টুর্নামেন্ট সেরার পুরষ্কার হাতে উঠেছে সাকিব আল হাসানের। সাত আসরের মধ্যে তিনবার সেরা হওয়ার দৌড়ে সাকিবের ধারে কাছেও ছিলেন না কেউ। প্রথম দুই আসরেই সাকিব টুর্নামেন্ট সেরার পুরষ্কার হিসেবে গাড়ি পেয়েছিলেন।

এরপর ২০১৭ বিপিএলে আসরের সেরা খেলোয়াড় হিসেবে এই অলরাউন্ডার জিতেছিলেন মোটর সাইকেল। এবারও সেরা হওয়ার দৌড়ে সাকিব আছেন সবার চেয়ে এগিয়ে। এরই মধ্যে টানা পাঁচ ম্যাচে সেরা ক্রিকেটার হয়ে ইতিহাসই গড়ে ফেলেছেন তিনি।



এদিকে স্বীকৃত টি-টোয়েন্টি টানা পাঁচ ম্যাচে সেরা খেলোয়াড় হওয়ার রেকর্ড নেই সাকিব ছাড়া কারো। এবারের আসর সাকিবের রেকর্ড অসাধারণ। ১০ ম্যাচে ৩টি হাফ সেঞ্চুরিসহ ৩০.৭৭ গড়ে করেছেন ২৭৭ রান। যা এখন পর্যন্ত আসরের সপ্তম সর্বোচ্চ।



আর বল হাতেও অনবদ্য সাকিব পেয়েছেন ১৫ উইকেট। সেরা বোলারদের তালিকায় আছেন তিন নম্বরে। এমন পারফরম্যান্সের কারণে টুর্নামেন্ট সেরা হলেও দুই হাজার ডলার নিয়েই সন্তুষ্ট থাকতে হবে সাকিবকে। 


সাকিব ছাড়া বিপিএল আর যারা টুর্নামেন্ট সেরা হয়েছেন তারা হল, বিপিএলের তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আসগর জাইদি, চতুর্থ আসরে মাহমুদউল্লাহ রিয়াদ, পঞ্চম আসরে ক্রিস গেইল ও সপ্তম আসরে আন্দ্রে রাসেল। 

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget