বিয়ের কারণে ঐতিহাসিক পাকিস্তান সফরে যাওয়া হচ্ছে না ম্যাক্সওয়েলের। মিস করতে যাচ্ছেন আইপিএলের শুরুটাও। অস্ট্রেলিয়ান হার্ড হিটার যখন সব দিক দিয়ে আলোচনায় তখন সোশাল মিডিয়াও বাদ যাবে কেন?
ম্যাক্সওয়েলের বিয়ের আমন্ত্রণপত্র ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়! পরে জানা গেলো, এমনটা হওয়ার কারণ আসলে আমন্ত্রণপত্রটির ভাষা।
ম্যাক্সওয়েলের বাগদত্তা ভিনি রমন একজন ভারতীয়। তামিল বংশোদ্ভূত হলেও তার জন্ম আর বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। ফলে বিয়ের সবকিছু হচ্ছে ভারতীয় রীতি অনুসারে। ২০২০ সালে দুজনের বাগদানও হয়ে গেছে। কিন্তু করোনাকালে বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতার। তাই ম্যাক্সওয়েল-ভিনি জুটির আমন্ত্রণপত্র ছাপানো হয়েছে তামিল ভাষায়। সেখানে আরও বলা আছে, পুরো প্রক্রিয়াটি হবে তামিল ব্রাহ্মণ পরিবারের কায়দায়।
ম্যাক্সওয়েল-ভিনির প্রথম পরিচয় ২০১৩ সালে। এরপর অনেক দিন ধরেই একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। করোনায় বিয়ের আনুষ্ঠানিকতাও সারা যাচ্ছিল না। শেষ পর্যন্ত পাকিস্তান সিরিজ ও আইপিএলের একটা অংশ বাদ দিয়েই আনুষ্ঠানিকতা সারতে যাচ্ছেন। মেলবোর্নে বিয়েটা হবে ২৭ মার্চ।
অবশ্য ম্যাক্সওয়েল যখন তারিখ চূড়ান্ত করেছিলেন তখন কোনও সিরিজ মিস হওয়ার কথা ছিল না। পরে ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এর ব্যাখ্যা দিয়েছেন তিনি, ‘আসলে আমি যখন তারিখগুলো চূড়ান্ত করি, তখন দুই সপ্তাহের একটা ফাঁকা সময় ছিল। তাই এটা ভেবে খুশি ছিলাম যে কোনও সিরিজ মিস করতে হবে না। কিন্তু গত বছর বোর্ডের সঙ্গে চুক্তির বিষয়ে যখন কথা বলতে গেলাম, তখন তারা জানালো এই সময়ে পাকিস্তান সিরিজ অনুষ্ঠিত হবে। পরে বুঝতে পারলাম, ওই আলোচনার পরেই পরিবর্তনটা এসেছে।’
একটি মন্তব্য পোস্ট করুন