তামিমের ওয়ানডে দলে ৭ বদল | 7 changes in Tamim ODI team


টেস্ট ক্রিকেটে ছাপ রেখে বিপিএলে আলো ছড়িয়ে এবার ওয়ানডে ক্রিকেটও রাঙানোর অপেক্ষায় মাহমুদুল হাসান জয়। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন তরুণ এই ব্যাটসম্যান। টেস্ট দলের নিয়মিত সদস্য ইবাদত হোসেন চৌধুরিও প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে।

বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে। সেই দল থেকে এবারের দলে পরিবর্তন আছে অনেক।


জিম্বাবুয়ের সফরের স্কোয়াড ছিল ১৭ জনের। সেই দল থেকে এবার ১৫ জনের স্কোয়াডে জায়গা পাননি ৭ জন। দুই নতুন মুখের সঙ্গে ফিরেছেন ৩ জন।

বাদ পড়াদের তালিকায় আছেন মোহাম্মদ নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন। চোটের কারণে নেই মোহাম্মদ সাইফ উদ্দিন।


দলে ফিরেছেন ইয়াসির আলি চৌধুরি, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ। আগে দলে ডাক পেলেও ইয়াসির ও নাসুমের এখনও ওয়ানডে অভিষেক হয়নি।

মাহমুদুল গত মাসে নিউ জিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুই টেস্টে ৭৮ রানের দৃঢ়প্রতিজ্ঞ ইনিংস খেলে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের ভিত গড়ে দেন মাহমুদুল। এরপর দেশে ফিরে চলতি বিপিএলে দেখান নিজের টি-টোয়েন্টি সামর্থ্যের ঝলক।

গত ঢাকা প্রিমিয়ার লিগ ২০ ওভারের সংস্করণে হওয়ায় ৫০ ওভারের ক্রিকেটে তাকে অনেক দিন দেখা যায়নি। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন মোটে ১৩টি। তবে সবশেষ যে সিরিজে খেলেছেন, সেখানে পারফর্ম করেন ঠিকই। গত বছরের মার্চে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি সেঞ্চুরি করেছিলেন তিনি। ৫ ম্যাচের সিরিজে ম্যান অব দা সিরিজ হয়েছিলেন ২৮৫ রান করে।

ইবাদতের ওয়ানডে দলে ডাক পাওয়া সেদিক থেকে খানিকটা চমকই বলতে হবে। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি মোটে ১১টি, ওভারপ্রতি ছয়ের কাছাকাছি রান দিয়ে উইকেট নিতে পেরেছেন স্রেফ ১০টি। সবশেষ লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি সেই ২০২০ সালের মার্চে, ঢাকা প্রিমিয়ার লিগে।


বাদ পড়া মিঠুন সবশেষ জিম্বাবুয়ে সিরিজে তিন ইনিংসে করেছিলেন ৫১ রান। দুই ইনিংসে ব্যাট করে মোসাদ্দেকের রান ছিল ৫ ও ৫, বল হাতে ছিলেন উইকেটশূন্য। ওই সিরিজেই ওয়ানডেতে ফিরে একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন নুরুল হাসান সোহান। সেই ম্যাচে ৩৯ বলে অপরাজিত ৪৫ করে দলের জয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তিনি।

রুবেল, নাঈম ও তাইজুল দলে জায়গা হারালেন সবশেষ সিরিজে কোনো ম্যাচ না খেলেই।


দলে ফেরা ইয়াসির সম্প্রতি টেস্টে ভালো করার পর দারুণ পারফর্ম করেছেন চলতি বিপিএলেও। নাসুমও টি-টোয়েন্টি সংস্করণে আছেন দারুণ ফর্মে। নাজমুল হোসেন শান্তর দলে ফেরাটা খানিকটা বিস্ময়ের। ৮টি ওয়ানডে খেলে এখনও তার মোট রান ১০০ হয়নি। এবার বিপিএলেও খুব ভালো করেননি।


তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে চট্টগ্রামে, আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ এই সিরিজ।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরি, মাহমুদুল হাসান জয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget