ইউক্রেনের তেলের ডিপোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা | Russia launches missile attack on Ukrainian oil depot


ইউক্রেনে রুশ আগ্রাসনের তৃতীয় দিনে শনিবার রাজধানী কিয়েভের পাশে একটি জ্বালানি তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।


ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ভালসিলকিভে ওই তেলের ডিপোটির অবস্থান। স্থানীয় সময় শনিবার ভোরে সেখানে মিসাইল হামলা চালায় রাশিয়া। খবর আনাদোলুর।


ভালসিলকিভ শহরটি রাজধানীর কিয়েভের খুব কাছে অবস্থিত। শনিবার ভোর থেকেই কিয়েভের চারদিক ঘিরে ফেলে রুশ বাহিনী।


সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, ভালসিলকিভে মেয়র নাটালিয়া বালাসিনোভিচ তেলের ডিপোতে হামলার পর সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দিচ্ছেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, মিসাইল হামলার পর বিকট শব্দে আগুন ধরে যায় তেলের ডিপোতে। এর পর এ আগুন ছড়িয়ে পড়ে চারদিকে।



রাজধানী কিয়েভ থেকে ভালসিলকিভ শহরটির দূরত্ব মাত্র ৩৫ কিলোমিটার।


এদিকে রুশ সেনাদের এ আগ্রাসন ঠেকাতে এবার ইউক্রেনের নারীরা নিজেদের রক্ষা করতে বিশেষ কৌশল নিয়েছেন।


মরোটভ ককটেল (পেট্রল বোমা) বানাচ্ছেন। শহরটিতে রাশিয়ান সৈন্যদের আগ্রাসন রুখে দিতে এবং রাস্তায় প্রতিরোধ গড়ে তুলতে পেট্রল বোমা বানাচ্ছেন তারা।


ইউক্রেনের ওই শহরটির নাম ডিনিপ্রো। জড়ো হয়ে ঘাসের ওপর বাড়িতে বসে নারীরা পেট্রল বোমা বানাচ্ছেন। তাদের মধ্যে শিক্ষক, আইনজীবী ও গৃহিণী রয়েছেন। তারা কাচের বোতল, ন্যাকড়া ও জ্বালানি তেল নিয়ে বসেছেন।

তারা বলছিলেন, তারা আসলে কী করছে সে ব্যাপারে খুব গভীরভাবে ভাবছেন না। কারণ এক নারী বলেছেন, এটি খুবই ভয়ঙ্কর।


তারা জানিয়েছেন, তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে চান। এই শহরটিতে এখনো আক্রমণ চালানো হয়নি। কিন্তু এটি ইতোমধ্যে যুদ্ধের মূল্য বুঝতে পারছে। শহরটির ৪০০ শয্যার সামরিক হাসপাতালের সব শয্যাই পুরো উত্তর ইউক্রেন থেকে আসা আহত সৈনিকে পরিপূর্ণ।

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget