এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় নয় হাজার ১১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শুধু পাঁচটি এমন রয়েছে—যেখানে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। আর, এক হাজার ৯৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস করেছে।
চট্টগ্রাম বোর্ডের দুটি, দিনাজপুর শিক্ষা বোর্ডের দুটি ও ময়মনসিংহ বোর্ডের একটি—মোট পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি বলে জানা গেছে।
এবার সারা দেশে দুই হাজার ৬২১টি কেন্দ্রে ৯ হাজার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শতভাগ পাস এসেছে—ঢাকা বোর্ডের এক হাজার সাতটির মধ্যে ১৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে, রাজশাহী বোর্ডের ৭৫৯টির মধ্যে ১৬২টিতে, কুমিল্লা বোর্ডে ৪০৭টির মধ্যে ৭৫টিতে, যশোর বোর্ডে ৫৭৪টির মধ্যে ১১৬টিতে, চট্টগ্রাম বোর্ডে ২৬৭টির মধ্যে ১৬টিতে, বরিশাল বোর্ডে ৩৩০টির মধ্যে ৫৬টিতে, সিলেট বোর্ডে ২৯৯টির মধ্যে ৫৩টিতে, দিনাজপুর বোর্ডে ৬৬৭টির মধ্যে ৫৩টিতে, ময়মনসিংহ বোর্ডে ২৭৫টির মধ্যে ২৯টিতে, মাদরাসা বোর্ডে দুই হাজার ৬৯১টির মধ্যে এক হাজার তিনটিতে এবং কারিগরি শিক্ষা বোর্ডে এক হাজার ৮৩৫টির মধ্যে ১৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে।
আরো পড়ুনঃ বিশ্ববিদ্যালয়ে ‘সেকেন্ড টাইম’ ভর্তির পক্ষে শিক্ষামন্ত্রী
আজ রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আজ রোববার আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন।
একটি মন্তব্য পোস্ট করুন