নতুন বছরের প্রথম আন্তর্জাতিক সিরিজে ঘরের মাঠে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।
রঙ্গিন পোশাকে দুই ফরম্যাটের সিরিজ খেলতে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ এসে পৌঁছাবে আফগানিস্তান ক্রিকেট দল। এরপর সিলেটে গিয়ে তারা এক সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করবে। সেখান থেকে অতিথিরা এবং ঢাকা থেকে টাইগাররা চলে যাবে চট্টগ্রামে।
২৩ ফেব্রুয়ারি থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত সিরিজটির সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।
২৮ ফেব্রুয়ারি ওয়ানডে সিরিজ শেষে দুই দল ফিরে আসবে ঢাকায়। ২ এবং ৫ মার্চ মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচগুলো শুরু হবে বেলা ৩টায়। এই সিরিজে ডিআরএস থাকছে। তবে দর্শক রাখা হবে কিনা- সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
সর্বশেষ ২০১৯ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল আফগানিস্তান। সেই যাত্রায় খেলা একমাত্র টেস্টে তারা বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল। এর আগে ২০১৬ সালে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল আফগানরা।
যুদ্ধবিধ্বস্ত দেশটি স্পিন আক্রমণে সমৃদ্ধ। তাদের অন্যতম সেরা স্পিনার মুজিব উর রহমান বিপিএলে খেলছেন। বাংলাদেশের স্পিন বান্ধব কন্ডিশনে লড়াইটা স্পিনারদের মাঝেই হবে বলে মনে করছেন অনেকে।
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে- ২৩ ফেব্রুয়ারি- চট্টগ্রাম
দ্বিতীয় ওয়ানডে- ২৫ ফেব্রুয়ারি- চট্টগ্রাম
তৃতীয় ওয়ানডে- ২৮ ফেব্রুয়ারি- চট্টগ্রাম
প্রথম টি-টোয়েন্টি- ৩ মার্চ - ঢাকা
দ্বিতীয় টি-টোয়েন্টি- ৫ মার্চ- ঢাকা
একটি মন্তব্য পোস্ট করুন