এই কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে ৫০ হাজারের বেশি বেসামরিক লোকের মৃত্যু হতে পারে। হামলার কিছুদিনের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন ঘটবে। এতে দেশ ছেড়ে পালাবে লাখো মানুষ। শরণার্থী সংকট হবে ইউরোপে।
কর্মকর্তারা জানান, হামলায় পাঁচ থেকে ২৫ হাজার ইউক্রেন সেনা এবং তিন থেকে ১০ হাজার রুশ সেনা মারা পড়বে। ১০ থেকে ৫০ লাখ লোক শরণার্থী হিসেবে মূলত পোল্যান্ডের দিকে ছুটবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে স্থলভাগ শক্ত হবে এতে রাশিয়া আরও ভারী সরঞ্জাম মোতায়েন করবে।
তবে এসব কথার প্রেক্ষিতে মার্কিন কর্মকর্তারা কোনো প্রমাণ দেখাতে পারেননি।
কর্মকর্তারা আরও বলেন, এসব তথ্য গোয়েন্দা পর্যালোচনার ভিত্তিতে তারা পেয়েছেন, তবে স্পর্শকাতর হওয়ায় এর বিস্তারিত তারা বলতে পারছেন না।
একটি মন্তব্য পোস্ট করুন