ফরিদপুরে উচ্চ ফলনশীল বারি সুর্যমূখী-২ জাতের চাষাবাদে মাঠ দিবস | Field Day at Faridpur High Yield Bari Suryamukhi-2 Variety Cultivation


সরেজমিন গবেষনা বিভাগ (সগিব), ফরিদপুরের আয়োজনে “তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প” এর আওতায় উচ্চ ফলনশীল ক্ষতিকর ইরোসিক এসিড মুক্ত বারি সুর্যমূখী-২

জাতের চাষাবাদের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার উজান মল্লিকপুরে।
সগিব, ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের তৈলবীজ গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌসি বেগম। 

এসময় বরিশালের আঞ্চলিক কৃষি গবেষনা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফিউদ্দিন ও ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. হযরত আলী বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, রবি ও খরিপ মৌসুমে চাষযোগ্য স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল এই জাতটি প্রতিকুল আবহাওয়ায় টিকে থাকতে সক্ষম। অন্যান্য ভোজ্য তেলের তুলনার এ তেল নন কোলেস্টরল ও এন্টি অক্সিডেন্ট গুন সমৃদ্ধ হওয়া হৃদ রোগীদের জন্যেও ব্যবহারযোগ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget