শেরপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ নিহত-৩ আহত- ৩।

 


শেরপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ নিহত-৩ আহত- ৩

শেরপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। 

গতকাল শুক্রবার রাত আটটার দিকে শেরপুর পৌরসভার তাতালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত তিনজন হলেন নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের দোহালিয়া গ্রামের রফিকুল ইসলাম (৪৫) ও তাঁর ছেলে রাব্বি (১০) এবং ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনআনী বাজার এলাকার মো. জুবায়ের (২৩)। আহত তিনজনকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


হতাহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে তাতালপুর এলাকায় শেরপুর থেকে নালিতাবাড়ীগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা চালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হন।পরে স্থানীয় লোকজনের সহায়তায় শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহত যাত্রীদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। 

সংবাদ পেয়ে সদর থানার পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহম্মেদ বাদল আজ শনিবার সকালে দৈনিক জনতা-কে বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। তিনজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের জন্য পরিবারর পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

বার্তাপ্রেরকঃ এম শাহজাহান ঝিনাইগাতী শেরপুর। 

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ ২০২৩
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 



একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget