আইপিএল বিশ্বের এক নম্বর টি–টোয়েন্টি লিগ—এটি নিয়ে এ মুহূর্তে দ্বিমত নেই কারও। সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে অর্থকরী, সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ! আইপিএল খেলাটা দুনিয়ার প্রায় সব ক্রিকেটারের কাছেই স্বপ্ন।
কিন্তু আইপিএলের ‘মতো’ ক্রিকেট বিশ্বে আরও যেসব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ চলে, সেগুলোর অবস্থান কোথায়! আইপিএলের মানের সবচেয়ে কাছাকাছি ফ্র্যাঞ্চাইজি লিগ কোনটি? অস্ট্রেলিয়ার বিগব্যাশ, পাকিস্তানের পিএসএল, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল, বাংলাদেশের বিপিএল কিংবা দক্ষিণ আফ্রিকার এমজামসি সুপার লিগ—আইপিএলকে মানদণ্ড ধরে এগোতে চায় সবগুলো ফ্র্যাঞ্চাইজি লিগই!
তবে মাইকেল ভনের মতে, আইপিএলের খুব কাছাকাছি হওয়ার লড়াইয়ে অনেকটা পথই এগিয়ে গেছে পাকিস্তানের পিএসএল। ২০১৫ সালে শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজি লিগ কিন্তু এরই মধ্যে ক্রিকেট বিশ্বের ভালো মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন পিএসএলকে বিশ্বের দ্বিতীয় সেরা টি–টোয়েন্টি লিগই মনে করেন। এ নিয়ে একটি টুইটও করেছেন তিনি, ‘পাকিস্তান সুপার লিগ বিশ্বের দ্বিতীয় সেরা টি–টোয়েন্টি লিগ.... আইপিএলের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই। দুর্দান্ত খেলার মান।’
২০১৫ সালের সেপ্টেম্বরে পিএসএল আয়োজনের ঘোষণা দেওয়া হয়। সে সময় পাকিস্তানে কোনো বিদেশি ক্রিকেট দলই সফরে যেত না। সে কারণেই বিদেশি ক্রিকেটারদের টানতে নিজেদের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগটি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আয়োজন করে পিসিবি।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে পিএসএল মাঠে গড়ায় আনুষ্ঠানিকভাবে। নানা পরিস্থিতির মোকাবিলা করে এটি এ মুহূর্তে আকর্ষণীয় এক ফ্র্যাঞ্চাইজি লিগই।
একটি মন্তব্য পোস্ট করুন