অমর একুশে বইমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন বিকেল ৩টায় ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে, ১ ফেব্রুয়ারি মঙ্গলবার স্বাস্থ্যবিধি মানা ও টিকা নেওয়ার শর্তে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত এবারের বইমেলা আয়োজনের প্রস্তাব করে বাংলা একাডেমি। তারপর ওই দিন বাংলা একাডেমির বইমেলা আয়োজক কমিটির এক সভায় এই প্রস্তাব গৃহীত হয় বলে জানিয়ে ছিলেন বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ।
প্রতি বছর ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়ে থাকে। তবে গত বছর করোনার প্রকোপের কারণে প্রায় দেড় মাস পর শুরু হওয়া এই মেলা কঠোর বিধিনিষেধের কারণে তেমন জমেনি। এবার যথাসময়ে বইমেলা শুরু হবে বলে জানিয়েছিল বাংলা একাডেমি। তবে গত প্রায় দুই মাস ধরে করোনার প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে বইমেলার আয়োজক প্রতিষ্ঠান।
একটি মন্তব্য পোস্ট করুন