৩ দিনে ১ কোটি ৫৫ লক্ষ আয় এই দুই সিনেমার! | 1 crore 55 lakh income of these two movies in 3 days!


অতিমারির তৃতীয় ঢেউয়ের পর গতবছর ডিসেম্বরে মুক্তি পায় দেবের ছবি 'টনিক'। সেই ছবির হাত ধরে বেশ কয়েকমাস পরে হলমুখী হল দর্শক। 

ফের ২০২২-র জানুয়ারিতে বাড়তে থাকে সংক্রমণ ফলে অতিমারির কারণে পিছিয়ে যায় বেশ কয়েকটি ছবির রিলিজ। এরপর ফেব্রুয়ারির শুরুতেই মুক্তি পায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় প্রযোজিত পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের ছবি 'বাবা বেবি ও' এবং সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। 

ফেব্রুয়ারিতে সিনেমাহলে দর্শক সংখ্যা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে আশার আলো দেখেন প্রযোজক ও সিনেমা হল মালিকরা। শনিবার সবস্বতী পুজোর দিনে নন্দনে ও নবীনায় হাউসফুল ছিল বাবা বেবি ও ছবির শো। 

সিনেমাহলে দর্শকদের ধন্যবাদ জানাতে হাজির হয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়, অরিত্র মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত ও শোলাঙ্কি রায়। সিনেমা হলে এসে বাংলা সিনেমা দেখার অনুরোধ করেন যিশু। অন্যদিকে ছবির প্রচারের সময় থেকেই পর্দার কাকাবাবু অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবাইকে অনুরোধ করেছেন, হলে এসে এই ছবি দেখার জন্য। 

তিন দিনে দুই ছবির বক্স অফিস রিপোর্ট দেখে বোঝাই যাচ্ছে, তাঁদের এই অনুরোধ রেখেছেন দর্শকেরা।


৮:৫৩ AM

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget