রিয়ালে বিক্রির যোগ্য ফুটবলার অনেক'

রিয়াল মাদ্রিদ সার্বিয়ার তরুণ স্ট্রাইকার লুকা জোভিককে দলে ভেড়াচ্ছে। জার্মান ক্লাব ফ্রাঙ্কফুটে খেলেন এই ২১ বছরের তরুণ। সুদর্শন চেহারা। দারুণ খেলে ক্লাবের হয়ে গোল করেছেন ২৫টি। রিয়ালের তরুণ এবং নতুন দল বিবেচনায় মানানসই তিনি। সার্বিয়ার এই তরুণ রিয়াল মাদ্রিদের নতুন 'নাম্বার নাইন' হবেন বলেই গুঞ্জন। 


তবে করিম বেনজেমাকে কি ছেড়ে দেবে রিয়াল মাদ্রিদ। জিদনাকে শুনতে হলো প্রশ্ন। জিদান জানালেন, ওই চিন্তা করলে তো রিয়ালে বিক্রির যোগ্য অনেক ফুটবলার আছে। যেমন: ইসকো, টনি ক্রুস, নাভাস, ভাসকেস, বেল কিংবা মারিয়ানো ডিয়াজরা। জিদানের ভাষায় রিয়াল মাদ্রিদে যে ফুটবলাররা আছেন তাদের কিনতে অনেক ক্লাব মুখিয়ে আছে।তিনি বলেন, 'বেনজেমা অনেকের সঙ্গে প্রতিযোগিতা করতে পারেন। তাকে ক্যারিয়ার শুরুতে আমি মিডফিল্ডে বেশি খেলতে দেখেছি। সে আবার পরিপূর্ণ একজন নাম্বার নাইনও। বেনজেমাও জানে সে অনেক কিছু পারে। মাঠে প্লে মেকারও হতে পারে সে।' টনি ক্রুসকে নিয়ে গুঞ্জনের জেরে জিদান বলেন, 'সে দারুণ ফুটবলার। শুধু আমার কাছে নয়। গত পাঁচ বছরে সে যা করেছে সবার কাছেই ভালো সে। খুব ঠান্ডা মাথার একজন।'
ইসকো তিনি বলেন, 'বেনজেমা অনেকের সঙ্গে প্রতিযোগিতা করতে পারেন। তাকে ক্যারিয়ার শুরুতে আমি মিডফিল্ডে বেশি খেলতে দেখেছি। সে আবার পরিপূর্ণ একজন নাম্বার নাইনও। বেনজেমাও জানে সে অনেক কিছু পারে। মাঠে প্লে মেকারও হতে পারে সে।' টনি ক্রুসকে নিয়ে গুঞ্জনের জেরে জিদান বলেন, 'সে দারুণ ফুটবলার। শুধু আমার কাছে নয়। গত পাঁচ বছরে সে যা করেছে সবার কাছেই ভালো সে। খুব ঠান্ডা মাথার একজন।'
ইসকো জিদানের আগের মেয়াদে ঠিকমতো দলে সুযোগ পাননি। সোলারি বাতিলের খাতা ফেলে দেন তাকে। জিদান তাকে নিয়ে বলেন, 'ইসকো ভালো খেলেন। আমার প্রিয় সে। এখানে অনেক ফুটবলার আছে যাদের বিক্রি করা যেতে পারে। কারণ তারা সবাই ভালো খেলোয়াড়। অনেক ক্লাব তাদের কিনতে মুখিয়ে আছে। এটা নতুন কিছু নয়। আগামী মৌসুম আসুক দেখা যাবে কি হয়।'
নতুন ফুটবলার যাকেই কেনা হচ্ছে তাকে ধরা হচ্ছে রোনালদোর বদলি। জিদান বললেন, রোনলদোর জায়গা পূরণ করা সহজ নয়, 'আপনি যাকে দলে চান তাকে হয়তো পাবেন। কিন্তু রোনালদোর জায়গা তাতে পূরণ হবার নয়। সে চলে গেছে। আমরা অনেক ফুটবলার দলে ভেড়াচ্ছি। কিন্তু রোনালদো যা করে গেছে তারা তা করতে পারবে না। তা করতে তারা আসছে না। এটাই বাস্তবতা।'জিদানের আগের মেয়াদে ঠিকমতো দলে সুযোগ পাননি। সোলারি বাতিলের খাতা ফেলে দেন তাকে। জিদান তাকে নিয়ে বলেন, 'ইসকো ভালো খেলেন। আমার প্রিয় সে। এখানে অনেক ফুটবলার আছে যাদের বিক্রি করা যেতে পারে। কারণ তারা সবাই ভালো খেলোয়াড়। অনেক ক্লাব তাদের কিনতে মুখিয়ে আছে। এটা নতুন কিছু নয়। আগামী মৌসুম আসুক দেখা যাবে কি হয়।'
নতুন ফুটবলার যাকেই কেনা হচ্ছে তাকে ধরা হচ্ছে রোনালদোর বদলি। জিদান বললেন, রোনলদোর জায়গা পূরণ করা সহজ নয়, 'আপনি যাকে দলে চান তাকে হয়তো পাবেন। কিন্তু রোনালদোর জায়গা তাতে পূরণ হবার নয়। সে চলে গেছে। আমরা অনেক ফুটবলার দলে ভেড়াচ্ছি। কিন্তু রোনালদো যা করে গেছে তারা তা করতে পারবে না। তা করতে তারা আসছে না। এটাই বাস্তবতা।'
(samakal)
Label:

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget