বড়সড় বিলাসবহুল গাড়ি নিয়ে কোথাও ঘুরতে বের হলে প্রায় সময় তা আনন্দের চেয়ে ঝামেলাই বেশি বয়ে আনে। আর তা মাথায় রেখেই জেনেসিস মিন্ট নামে ক্ষুদ্রাকার বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার পরিকল্পনা করছে হুন্দাইয়ের বিলাসবহুল গাড়ি নির্মাণ শাখা জেনেসিস।
গত মঙ্গলবার এ ধরনের একটি গাড়ির নকশা উন্মোচন করেছে জেনেসিস। গাড়িটিতে থাকবে দুটি আসন ও দুটি দরজা। সেডানের মতো ছোট বডি থাকলেও তাতে প্রথাগত কোনো ট্রাংক থাকবে না। পেছনের আসন ও ট্রাংকের পরিবর্তে গাড়িটিতে কার্গো বা লাগেজের জন্য একটি ডিপ শেলফ থাকবে। জেনেসিসের বৈশ্বিক প্রধান ম্যানফ্রেড ফিতজজেরাল্ড আশা করছেন, প্যারেন্ট কোম্পানি হুন্দাই মোটর গ্রুপ অনুমোদন দিলে ২০২২ সালের মধ্যেই তারা জেনেসিস মিন্ট উৎপাদনে যাবে
(bonikbarta)
একটি মন্তব্য পোস্ট করুন