কলম্বিয়ায় ভূমিধসে ১৭ জনের প্রাণহানি

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কোকা অঞ্চলের রোসা শহরে ভূমিধসে কমপক্ষে ১৭ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার (২২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, রোসা শহরে কয়েকদিন ধরে ভারী বর্ষণের পর বেশ কিছু বাড়িঘর বিধস্ত হয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে।


রোববার (২১ এপ্রিল) ওই শহর পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ইভান দুকে। তিনি সাংবাদিকদের বলেন, ভূমিধসে আহতদের চিকিৎসা সহায়তা ও যারা বাড়ি-ঘর হারিয়েছে তাদের নিরাপদ অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে ঘটনাস্থলে তৎপর উদ্ধারকর্মীরা। তারা মাটি সরিয়ে চাপা পড়া মরদেহ উদ্ধারের কাজ করে চলেছেন।

অন্যদিকে ভারী বর্ষণের কারণে ঝুঁকিপূর্ণ বসতবাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছে কর্তৃপক্ষ।
(banglanews24)

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget