বিশ্বকাপে সেরা পাঁচে থাকতে চান রুবেল

রুবেল হোসেনের বিধ্বংসী বোলিংয়ে জোরেই ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয়টি এসেছিল। এবারও তার ওপর ভরসা রাখছে বাংলাদেশ। আছেন ইংল্যান্ড বিশ্বকাপের ১৫ সদস্যের দলে। দুর্দান্ত গতিতে বোলিং করার সক্ষমতা কাজে লাগিয়ে বিশ্বমঞ্চে সেরা পাঁচ বোলারের একজন হওয়ার লক্ষ্য তার।





‘আমি আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন থেকে খেলছি। অবশ্যই আমার স্বপ্ন থাকবে যেন বিশ্বকাপে পাঁচজনের মধ্যে থাকতে পারি। সে ধরণের লক্ষ্য আমার আছে। দেখা যাক। আর আমাদের নয়টি ম্যাচ আছে। সুতরাং আমাদের সুযোগ বেশি। কারণ বড় বড় দলগুলো সবার সাথে আমাদের খেলা আছে। আমরা যদি তাদের বিপক্ষে জিততে পারি অথবা সেভাবে খেলতে পারি তাহলে ভালো কিছু হবে।’
গত দুটি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন রুবেল। এবার হতে যাচ্ছে তৃতীয় বিশ্বকাপ। ১০ বছরের ক্যারিয়ারে ৯৬ ওয়ানডে খেলে নিয়েছেন ১২২ উইকেট। হয়ে উঠেছেন অভিজ্ঞদের একজন। যে কারণে তার কাঁধের ওপর থাকবে প্রত্যাশা চাপও।দায়িত্ব তো অবশ্যই অনেক থাকবে। আমি যদি সুস্থভাবে যেতে পারি তাহলে এটি আমার তৃতীয় বিশ্বকাপ হবে। সুতরাং অবশ্যই অভিজ্ঞতা বেশি থাকবে এবং আছে। আমি চেষ্টা করবো যেন এর আগে যে দুটি বিশ্বকাপ খেলেছি এবং বিগত ভালো ম্যাচগুলো আছে সেগুলো স্মরণ করার চেষ্টা করব। আর ভালো খেলার চেষ্টা করব।’
সাইড স্ট্রেইনের চোটের কারণে আপাতত ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে পারছেন না রুবেল। আবাহনীর আকাশী-নীল জার্সিতে সবশেষ সাত ম্যাচ খেলতে পারেননি এ পেসার। সাভারের বিকেএসপিতে আবাহনী যখন মোহামেডানের সঙ্গে লড়ছে রুবেল তখন মিরপুরে নিজেকে প্রস্তুত করছেন মাঠে ফেরার তাগিদে।
খারাপ সময় কাটিয়ে বিশ্বকাপে দারুণ কিছু করার স্বপ্ন রুবেলের, ‘মানুষের জীবনে ভালো এবং খারাপ সময় থাকে। তবে এই বিশ্বকাপটি যেন স্মরণীয় হয়ে থাকে সেটাই আমার চাওয়া। এটাই আরকি, বিশ্বকাপে যখন ম্যাচ খেলার সুযোগ পাব, তখন আপ্রাণ চেষ্টা থাকবে। ঐ ম্যাচটিতে যেন আমি ভালো বোলিং করতে পারি, দলের জন্য যেন ভালো কিছু করতে পারি। দলের প্রয়োজনে উইকেট বের করার আপ্রাণ চেষ্টা করব আমি।’
(channelionline)
Label:

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget