এই সময় ডিজিটাল ডেস্ক:দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টা আগে গ্রেনেড বিস্ফোরণ ঘটল অসমের কারবি আংলং জেলার বাকালিয়াঘাট শহরে। অসম পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলে জনৈক অনিল গুপ্তার বাড়ির সামনে এই বিস্ফোরণ ঘটে।
গ্রেনেড বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা না-ঘটলেও, একটি ৪০৭ ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। অসমের যে অঞ্চলে এদিন বিস্ফোরণ ঘটে, সেটি দিফু লোকসভা কেন্দ্রের অন্তর্গত। বৃহস্পতিবার ভোট রয়েছে এই কেন্দ্র-সহ অসমের মোট পাঁচটি আসনে। প্রার্থী রয়েছেন ৫০ জন। কেন্দ্র ও রাজ্য মিলিয়ে ১৭০ কোম্পানি নিরাপত্তারক্ষী রয়েছেন।
কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ ক্যাম্পেও এদিন গ্রেনেড হামলা হয়। এক জওয়ান সামান্য আঘাত পেয়েছেন।
(eisamay)
একটি মন্তব্য পোস্ট করুন