বিজিএমইএ ভবন থেকে মালামাল সরিয়ে নিতে ফের সুযোগ

রাজধানীর হাতিরঝিলের একাংশে গড়ে ওঠা তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনের মালামাল সরিয়ে নিতে ফের সময় দিয়েছে রাজউক। ভবনে অবস্থানরত অফিস মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজউক এ সময় দেয়। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকাল তিনটার মধ্যে মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে।



রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান প্রকৌশলী ও হাতিরঝিল প্রকল্প পরিচালক এ এস এম রায়হানুল ফেরদৌস বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনভর ভবনটির মালামাল সরিয়ে নিতে সুযোগ দেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভবনটি সিলগালা করে রাজউক।
রায়হানুল ফেরদৌস বলেন, গত মঙ্গলবার মালপত্র সরিয়ে নেওয়ার পরও কিছু প্রতিষ্ঠানের মালপত্র থেকে গেছে বিজিএমইএ ভবনে। সেগুলো সরিয়ে নেওয়ার সুযোগ দিতেই আজ (বৃহস্পতিবার) বিজিএমইএ ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো বিকাল ৩টা পর্যন্ত তাদের মালামাল সরিয়ে নিতে পারবে।

(banglatribune)

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget