বিশ্বকাপের আশা এখনও বেঁচে পন্থ-রায়ুডুর, জেনে নিন কীভাবে

বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার ক্ষীণ সম্ভাবনা এখনও রয়েছে ঋষভ পন্থ ও অম্বাতি রায়ুডুর। 
ভারতের বিশ্বকাপ দল ঘোষণার পরে দুই ক্রিকেটারকে নিয়ে প্রবল আলোড়ন তৈরি হয় ভারতীয় ক্রিকেটে। এ দিন দু’ জনকে স্ট্যান্ড বাই হিসেবে রাখার কথা ঘোষণা করা হয়েছে। চোটের জন্য ঘোষিত দলের কেউ যদি শেষ মুহূর্তে ছিটকে যান, তা হলে ভাগ্য খুলে যেতে পারে পন্থ বা রায়ুডুর।  নবদীপ সাইনিকেও স্ট্যান্ড বাই হিসেবে রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ পন্থ ও রায়ুডুর আশা পুরোদস্তুর শেষ হয়ে যাচ্ছে না।

বিশ্বকাপের দল থেকে রায়ুডু ও পন্থ ছিটকে যাওয়ার পরে প্রাক্তন ক্রিকেটাররা দল নির্বাচন  নিয়ে প্রশ্ন তুলে দেন। রায়ুডু নিজেও সোশ্যাল মিডিয়ায় নির্বাচকদের ঘুরিয়ে কটাক্ষ করেন। তার পরেই ঘটনাপ্রবাহে মোড়। বোর্ডের এক সিনিয়র আধিকারিক জানান, ‘‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো তিন জনকে স্ট্যান্ড বাই হিসেবে ভাবা হয়েছে। ঋষভ পন্থ ও অম্বাতি রায়ুডু প্রথম ও দ্বিতীয় স্ট্যান্ড বাই। সাইনিও রয়েছে তালিকায়। কেউ যদি চোট পায় তাহলে ওদের মধ্যে থেকে একজন ঢুকে যাবে মূল দলে।’’
(anandabazar)
Label:

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget