সেল ফোনের ব্যাটারি রি-চার্জ করার আর প্রয়োজন থাকবে না!

এরকম কিছু কল্পনা করতেও ভাল লাগবে যেখানে আপনার সেল ফোনের ব্যাটারিটকে রি-চার্জ করার প্রয়োজনটা আর থাকবে না। অবিশ্বাস্য হলেও ব্যাপারটা সত্যি।



এ যাবতকাল গবেষকরা ইলেকট্রনের ঘূর্ণায়মান শক্তিকে মাত্র দু শতাংশ জোরালো করতে সক্ষম হয়েছেন। ইউনিভার্সিটি অব টেক্সাস, সান আন্টোনিও অর্থাৎ ইউটিএসএ,টির বিজ্ঞানীদের এই দল, ইলেকট্রনগুলিকে, গ্র্যাফিনের জ্যাকেটের মধ্যে ধরে, তার মধ্যে মৃদু শব্দতরঙ্গ চালিয়ে তার শক্তিকে বহুগুণ বর্ধিত করার চেষ্টা চালাচ্ছেন। এই কাজে তারা স্পাটারিং মেশিন ব্যাবহার করছেন।
যদি এটি সফল হয়, প্রায়োগিক দিক থেকে যেটা শুধু সেলফোনের ব্যাটারির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বিশেষত কোয়ান্টাম কম্পিউটিংয়ের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে। ইলেকট্রনের উপরে বা নিচের ঘূর্ণনকে ব্যবহার করে, এই নতুন প্রযুক্তি, যার সাথে, বিজ্ঞানীরা কম্টিউটারের শূন্য (০) আর এক(১) বিটের অদ্ভুত সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন।
(dailyinqilab)

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget