ভারতে আগামীকাল ১৮ এপ্রিল বৃহস্পতিবার ১২টি রাজ্য এবং একটি কেন্দ্র শাসিত অঞ্চলের ৯৬টি কেন্দ্রে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ভোট হবে তামিলনাড়ুর ৩৮টি আসনে, কর্ণাটকের ১৪টি কেন্দ্রে, মহারাষ্ট্রের ১০টি, উত্তরপ্রদেশের ৮টি, অসম, বিহার এবং ওড়িশায় যথাক্রমে পাঁচটি আসনে নির্বাচন। এছাড়া, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গে তিনটি, জম্মু এবং কাশ্মীরে দু’টি কেন্দ্রে ভোট হবে। একটি করে আসনে ভোট হবে মণিপুর, ত্রিপুরা এবং পুদুচেরিতে।
এর পাশাপাশি ওড়িশা বিধানসভার ৩৫টি আসনে নির্বাচন হবে আগামীকাল ১৮ই এপ্রিল তারিখ।
আগামীকাল সপ্তদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণে ভাগ্য নির্ধারণ হবে কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওঁরাও, সদানন্দ গৌড়া এবং পোন রাধাকৃষ্ণনের। এছাড়া, প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া, কংগ্রেস নেতা বীরাপ্পা মইলি এবং রাজ বব্বরের ভাগ্য নির্ধারন হবে ১৮ এপ্রিল।
(voabangla)
একটি মন্তব্য পোস্ট করুন