রাজধানীতে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজট কমাতে ‘ইয়েস পার্কিং’ নামে অ্যাপ চালু করেছে বাংলা ট্র্যাক গ্রুপ। এ অ্যাপে নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন কোম্পানি ও ব্যক্তি ঘণ্টা ভিত্তিতে পার্কিং স্পেস ভাড়া নিতে পারবেন।
ইয়েস পার্কিং ডিজিটাল পার্কিং প্লেস হিসেবে সেবা দেবে। ইয়েস পার্কিং নগরবাসীর জন্য ডিজিটাল পদ্ধতিতে পার্কিং স্পেস শনাক্ত ও রিজার্ভ করতে সহায়তা করবে, যা রাজধানীতে পিক আওয়ারে গাড়ির যানজট কমাবে। এছাড়া যদি কোনো পার্কিং স্পেস খালি বা অব্যবহূত থাকে, তাহলে এ প্লাটফর্ম ব্যবহার করে মালিকরা সেটা ভাড়া দিতে পারবেন।
ইয়েস পার্কিং বিষয়ে বাংলা ট্র্যাক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা মানুষের প্রয়োজন বিবেচনা করি এবং সচেতনতার সঙ্গে তাদের উদ্বেগের বিষয়গুলো যেমন—নেভিগেশন ও পার্কিং স্পেস খুঁজে পাওয়ার সমাধান দিতে পরিকল্পনা করি। আমরা বিশ্বাস করি, এসব বিষয়ে আরো অগ্রগতি হতে পারে। ইয়েস পার্কিং অ্যাপ গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন