তৌসিফের ‘বদ অভ্যাসে’ বিরক্ত তানজিন তিশা!

উত্তরায় একটি ইলেক্ট্রনিক্স শপের বিক্রয় কর্মচারী তৌসিফ মাহবুব। দেখতে খুবই সুদর্শন হলেও তার আছে কান চুলকানোর বদঅভ্যাস। দোকানে ক্রেতারা টিভি-ফ্রিজ সামগ্রী কিনতে এসে তার কান চুলকানো দেখে চলে যেতে থাকে। এদিকে তৌসিফের এই ‘বদ অভ্যাসে’ বিরক্ত হয়ে প্রেমিকা তানজিন তিশাও বার বার আল্টিমেটাম দিচ্ছে ব্রেকাপের! এককথায় কান চুলকানোর কারণে তার জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছে।





 এমন মজার গল্পে নির্মিত হয়েছে নাটক ‘কটন বার’। দয়াল সাহার চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন ইউসুফ চৌধুরী। নাটকটির মূল ভাবনাও তারই। নাটকের নাম ‘কটন বাড’ না হয়ে ‘কটন বার’ কেন জানতে চাইলে নির্মাতা বলেন, দোকানে গিয়ে আমরা ‘কটন বার’ চাই, উঠতে বসতে ‘কটন বার’ বলি। প্রচলিত শব্দ ‘কটন বার’ এজন্যই এ নাম ব্যবহার করছি। কিন্তু প্রকৃত শব্দ হচ্ছে ‘কটন বাড’। ভালোবাসা দিবসে তানজিন তিশার ১৮ টি নাটক প্রচার হয়েছে। প্রতিটি নাটকে তিশা নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন। সদ্য বৈশাখে এই অভিনেত্রী জানালেন, তিনি ৮ টি নাটকে কাজ করেছেন। যে কাজগুলোর মাধ্যেমদর্শক তাকে গ্রহণ করেছে। তানজিন তিশা বলেন, ‘কটন বার’ ঈদে প্রচারের জন্য নির্মিত হচ্ছে। মজার গল্প, সহশিল্পী বন্ধু তৌসিফ, ভালো গল্প সবকিছু মিলেছে বলে কাজটি করেছি। সমপ্রতি ঢাকায় নাটকটির শুটিং শেষ হয়েছে ‘কটন বার’ নাটকের। তৌসিফ মাহবুব-তানজিন তিশা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন নিকুল কুমার মণ্ডল, মনিরা মিঠু, সিয়াম নাসির প্রমুখ। নির্মাতা ইউসুফ চৌধুরী জানালেন, ঈদে এই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

(dainikazadi)

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget