শরণখোলায় উদ্ধার হওয়া অজগর সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাট: 
বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগর সাপ সুন্দরবনে অবমুক্ত করেছে ওয়াইল্ড টিমের সদস্যরা।




বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার সোনাতলা গ্রামের ছালাম খানের বাড়ির বাগান থেকে ভিলেজ টাইগার টিমের (ভিটিআরটি) সদস্যরা সাপটিকে উদ্ধার করে বন বিভাগকে খবর দেয়। পরে বিকেলে বনবিভাগ সাপটিকে সুন্দরবনের ধাবড়ির ভাড়ানী এলাকায় সাপটিকে অবমুক্ত করে।

সুন্দরবনের শরনখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদিন বাংলানিউজকে বলেন, টাইগার টিমের লতিব ভাই এবং মিঠু খান অজগরটি উদ্ধার করে বন বিভাগকে খবর দেয়। পরে আমরা সকলের সহায়তায় সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করি। ১১ ফুট লম্বা এবং ১৪ কেজি ওজনের সাপটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল।
এর আগে, ৬ মার্চও সোনাতলা গ্রামে একটি অজগর সাপ এসেছিল। সাপটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপিল ১৮ ২০১৯
(banglanews24)

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget