যে তিন ভারতীয় দল চারটি পুরস্কার জিতেছে, তারা হল- গাজিয়াবাদের কেআইইটি গ্রুপ অফ ইনস্টিটিউশনস। এরা পেয়েছে এআইএএ নিল আর্মস্ট্রং সেরা ডিজাইনের শিরোপা। এসটিইএম এনগেজমেন্ট অ্যাওয়ার্ড জিতেছে লাভলি প্রফোশনাল ইউনিভার্সিটি। মুম্বইয়ের মুকেশ পটেল স্কুল অফ টেকনোলজি ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর পডুয়ারা পেয়েছে দুটি পুরস্কার। একটি ফ্র্যাংক জো সেক্সটন মেমোরিয়াল ক্রিউ অ্যাওয়ার্ড এবং অন্যটি সিস্টেম সেফটি চ্যালেঞ্জ অ্যাওয়ার্ড।
KIET Group of Institution is proud to announce that Team Interstellars of SAE KIET particiapted in Human Explorati… https://t.co/PuD9k2hghb
— KIET Group Of Institutions (@OfKiet) 1555245854000
চার চাকার টেস্ট রোভার বানাতে হয়েছিল প্রতিযোগীদের। চাঁদ বা মঙ্গলের মতো কৃত্রিম পরিবেশ তৈরি করে নিজেদের টেস্ট রোভার চালিয়ে দেখাতে হয় পড়ুয়াদের। প্রতিযোগিতায় সেরার শিরোপা পেয়েছে জার্মানি। ১২ ও ১৩ এপ্রিল এই প্রতিযোগিতা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন