জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম আলোচনায় ইউক্রেন সীমান্তে উত্তেজনার বিষয়টি গুরুত্ব পেয়েছে। গত শুক্রবার তাঁদের মধ্যে প্রথমবারের মতো কথা হয়।
রাশিয়া ইউক্রেনের সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে। এর ফলে রাশিয়া দেশটিতে আক্রমণ চালাতে পারে বলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। রাশিয়া ও ইউক্রেন বিষয়ে বাইডেন জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন।
এক টুইট বার্তায় বাইডেন লিখেছেন, তিনি ওলাফ শোলজকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন। তিনি বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় জার্মানির নতুন চ্যান্সেলরের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।
গত মঙ্গলবার বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। সে সময় পুতিনকে তিনি বলেন, ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
বাইডেন এও বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে কাজ করবে। ইউক্রেনের বিষয়টি নিয়ে বাইডেন এরই মধ্যে ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন।
সূত্র : এএফপি।
একটি মন্তব্য পোস্ট করুন