নৌকা প্রার্থীর পোস্টারে প্রধানমন্ত্রীর নামের বানান ভুল! | The name of the Prime Minister is misspelled on the poster of the boat candidate!


আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন মিজানুর রহমান খান। ভোলা সদরের রাজাপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন তিনি। তবে নির্বাচনী প্রচারণায় পোস্টারে প্রধানমন্ত্রীর নামের বানান ভুল করে সমালোচনার জন্ম দিয়েছেন এই নৌকা প্রার্থী। ওই ভুল বানানের পোস্টার পুরো ইউনিয়নে ছড়িয়ে দেওয়ার পর ফেসবুকে ভাইরাল হয়েছে।

মিজানুর রহমান খান ওই ইউনিয়নে দ্বিতীয় বারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন। আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ভোলা সদরের ১২ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জানা গেছে, পোস্টারে 'শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন' লেখার কথা থাকলেও শেখ 'হাসিনার' পরিবর্তে (শেখ হানিার) লেখা হয়েছে। এমন ভুল বানানের পোস্টার এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল। আওয়ামী লীগের প্রার্থী হয়ে দলের সভাপতির নামের বানান ভুল করায় পুরো জেলায় সমালোচনার মুখে পড়েছেন ওই চেয়ারম্যান প্রার্থী। 

নৌকা প্রার্থী মিজানুর রহমান খান বলেন, 'আমি শহরের একটি প্রেসে ২০ হাজার পোস্টার ছাপানোর অর্ডার দিয়েছিলাম। তারা নামের বানান ভুল করেছে। বিষয়টি যখন টের পেয়েছি। তখন ওই সব পোস্টার তুলে নেওয়া হয়েছে।'

তিনি আরো বলেন, 'নৌকার প্রার্থী হয়ে আমি কী এমন ভুল করতে পারি? আমি এ ভুল করিনি। প্রেস করেছে, তাদের ভুল হয়েছে। আমি সংশোধন করেছি।'

৪:৪৭ AM

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget