যুক্তরাষ্ট্রে করোনায় উপসর্গহীনদের আইসোলেশনের সময় কমল | In the United States, time is of the essence in coronal isolation


যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত উপসর্গবিহীন রোগীদের জন্য সেল্ফ-আইসোলেশনের মেয়াদ ১০ দিন থেকে কমিয়ে ৫ দিন করা হয়েছে। সিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলেছে, আইসোলেশনের পর উপসর্গবিহীন আক্রান্তদের আরো পাঁচ দিন অন্যদের আশপাশে থাকার সময় মাস্ক পরে থাকতে হবে। আগে আইসোলেশনের মেয়াদ ছিল ১০ দিন।

তবে করোনায় আক্রান্তদের মধ্যে যাদের উপসর্গ নেই, তারা পাঁচ দিন আইসোলেশনে থেকে পরে মাস্ক ব্যবহার করলেই চলবে। তবে যারা করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন, তারা ভাইরাসের সংস্পর্শে এলেও কোয়ারেন্টিনে থাকতে হবে না। অবশ্য তাদেরও ১০ দিন মাস্ক পরে থাকতে হবে।

সিডিসির পরিচালক রোসেল ওয়েলনস্কি বলেছেন, করোনার বিস্তার এবং টিকা ও বুস্টার ডোজের মাধ্যমে পাওয়া সুরক্ষা সম্পর্কে আমরা যা জেনেছি, তার সঙ্গে  আইসোলেশন ও কোয়ারেন্টিনের সংগতি সাধনের জন্যই এসব সুপারিশ করেছে সিডিসি।

১১:০৮ AM

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget