আকরাম খানের পদত্যাগের সিদ্ধান্ত | Akram Khan's decision to resign


টানা তৃতীয় মেয়াদে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন আকরাম খান। বিসিবিতে সিংহভাগ সময়েই ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যানের পদে ছিলেন তিনি। নতুন বোর্ডে এখনো পরিচালকদের পদ বণ্টন হয়নি। আগের বোর্ড থেকে আবারও নির্বাচিত হওয়া পরিচালকরা পুরোনো দায়িত্ব চালিয়ে যাচ্ছেন।

চলতি মাসেই বোর্ড সভার মাধ্যমে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পরিচালকদের দায়িত্ব বণ্টন করবেন বলে জানা গেছে। কিন্তু তার আগেই আকরাম খানের ঘোষণা উত্তাপ ছড়াল ক্রিকেটাঙ্গনে।

গত মঙ্গলবার রাতে খবরটা ছড়িয়েছিল আকরামের স্ত্রী সাবিনা আকরামের ফেসবুক পোস্টের মাধ্যমে। গতকাল নিজ বাসভবনে আকরাম খানও সাংবাদিকদের জানিয়েছেন, এ পদে আর থাকতে চান না। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চান বিসিবি সভাপতির সঙ্গে কথা বলে।

তবে সাবেক এ অধিনায়কের কাণ্ডে বিস্মিত তার সহকর্মীরা। গতকাল বিসিবির এক পরিচালক বলেছেন, ‘আমরা কে কোন বিভাগ পাবো, তা তো জানি না। এগুলো বোর্ড সভাপতি বণ্টন করবেন। কাউকে কোনো দায়িত্বই এখনো দেয়া হয়নি। আগামী বোর্ড সভায় সবকিছু চূড়ান্ত হবে।’

ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান পদে আকরাম যে খুব সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, তা বলার উপায় নেই। তবে গুঞ্জন আছে, নতুনভাবে এ বিভাগের দায়িত্ব নাও পেতে পারেন তিনি। পদ ছাড়ার বিষয়ে গতকাল বিকেলে সাংবাদিকদের আকরাম বলেছেন, ‘আমরা পারিবারিকভাবে একটি সিদ্ধান্ত নিয়েছি আমার ব্যাপারে। যেহেতু গত আট বছর ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে ছিলাম। গত আট বছরে আমাদের মাননীয় বোর্ড সভাপতি, যিনি আমার অভিভাবক, তার কাছ থেকে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি। উনার সাথে আলাপ করে কালকের (আজ) মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দিব।’

আজই পাপনের সঙ্গে দেখা হয়ে যাবে আকরামের। গতকাল নাকি পাপনকে ফোন করেছিলেন আকরাম। সাড়া পাননি। সাবেক এ অধিনায়ক বলেন, ‘আমি তিনটার দিকে একবার কল করেছি। উনি সাড়া দেননি। হয়তো যে কোনো সময় কল ব্যাক করবেন। কল ব্যাক করলেই আমি আলোচনা করে নেব।’

৫:৪১ AM

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget