রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো তার প্রতিবেশী ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না, তবে দেশটির বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অসম্ভব। তিনি অভিযোগ করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উগ্র জাতীয়তাবাদী শক্তি দ্বারা প্রভাবিত। বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে ইউক্রেনসহ বেশ কিছু ইস্যুতে কথা বলেন রুশ প্রেসিডেন্ট।
ইউক্রেন ইস্যু নিয়ে অবশেষে পিছু হটছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন! এক বক্তব্যে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। বৃহস্পতিবার পুতিন ঘোষণা দিয়েছেন, রাশিয়ার নিরাপত্তার ব্যাপারে যুক্তরাস্ট্র আগামী বছরের শুরুতে জেনেভায় আলোচনায় বসতে রাজি হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন