চ্যাম্পিয়ন আবাহনীর ফুটবলারদের জন্য মোটা অংকের পুরস্কার | Champion Abahani's footballers are awarded a large sum of money


দীর্ঘ ৩১ বছর পর স্বাধীনতা কাপ এবং তিন বছর পর ঘরোয়া ফুটবলের ট্রফি জেতা আবাহনী শিবিরে এখন আনন্দ উল্লাস। দেশের অন্যতম জনপ্রিয় ও সফল ক্লাবটির ঘরে ২০১৮ সালের পর প্রথমবারের মতো গেলো শিরোপা। তাও ফাইনালে গত দুই আসরের রাজা বসুন্ধরা কিংসকে হারিয়ে। আনন্দ তো আবাহনীরই মানায়।

কেবল আনন্দ-উৎসব করে থামছেন না আবাহনীর কর্মকর্তারা। চ্যাম্পিয়ন ফুটবলারদের দেওয়া হচ্ছে মোটা অংকের অর্থ পুরস্কার। আবাহনী ফুটবল দলের এক সদস্য জানিয়েছেন, ‘শনিবার চ্যাম্পিয়ন হওয়ার পরই ক্লাবের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ খেলোয়াড়দের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করেছেন।’

খবরের সত্যতা নিশ্চিত করে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু রোববার বিকেলে জাগো নিউজকে জানিয়েছেন, ‘আমি ডিরেক্টর ইনচার্জের অফিসে যাচ্ছি। তার সঙ্গে আলোচনা করে খেলোয়াড়দের পুরস্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবো।’

কেমন অর্থ পুরস্কার থাকতে পারে খেলোয়াড়দের জন্য? আনুষ্ঠানিক ঘোষণা না দেয়া পর্যন্ত পরিমাণ নিয়ে কেউ কিছু বলছেন না। তবে এক খেলোয়াড় জানিয়েছেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার পরপরই ডিরেক্টর ইনচার্জ ২৫ লাখ টাকা পুরো দলকে পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন। আনুষ্ঠানিক ঘোষণা হবে রোববার সন্ধ্যার মধ্যে।’

৩:০৪ AM

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget