চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে উঠল যারা | Those who advanced to the knockout stages of the Champions League


লিওনেল মেসিবিহীন বার্সেলোনা যে কতোটা বিবর্ণ সেটি প্রমাণ হলো আরও একবার। এবারও দলটির সর্বনাশ করে ছেড়েছে বায়ার্ন মিউনিখ।

লেওয়ানডস্কির দলের কাছে ৩-০ গোলে হেরে গ্রুপের ‘তৃতীয় সেরা’ দল হয়ে কাতালান ক্লাবটির জায়গা হয়েছে ইউরোপা লিগে।

শেষবার বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠতে ব্যর্থ হয়েছিল ২০০০-০১ মৌসুমে। ২১ বছর পর একই ভাগ্যবরণ করতে হলো কাতালানদের। ইউরোপা লিগে শেষবার তারা খেলেছিল ২০০৪ সালে। ফ্র্যাঙ্ক রাইকার্ড তখন বার্সার কোচ। 

সে হিসেবে ১৭ বছর পর জাভির বার্সা খেলবে ইউরোপা লিগে।

চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সার বিদায়ের মধ্য দিয়েই নিশ্চিত হয়ে যায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ১৫ দল।


বৃহস্পতিবার রাতে আটালান্টাকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয় ভিয়ারিয়াল। 

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্রথম লেগের ম্যাচের তারিখও নির্ধারিত হয়ে গেছে। 

২০২২ সালের ১৫, ১৬, ২২ ও ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম লেগ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ টুর্নামেন্টের নকআউট পর্বের দ্বিতীয় লেগ ৮, ৯, ১৫ ও ১৬ মার্চ।

শেষ ষোলোতে পা রেখেছে যারা-

লিভারপুল, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদ, আয়াক্স, স্পোর্টিং সিপি, ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখ, বেনফিকা, ম্যানচেস্টার ইউনাইটেড, লিঁল, রেড বুল সলসবুর্গ, চেলসি, জুভেন্টাস ও ভিয়ারিয়াল।

১০:২৮ PM

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget