বিরাট কোহলিকে ভারতের ওয়ানডে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে দেশটিতে এখনও সমালোচনা চলছে। কিছু গণমাধ্যমে খবর বেরিয়েছে, কোহলি নেতৃত্ব ছাড়তে রাজি ছিলেন না এবং বোর্ডের সঙ্গে তার কথা কাটাকাটিও হয়েছে। অন্যদিকে বোর্ড বলছে, তারা সাদা বলে দুই অধিনায়ক চান না। তাই টি-টোয়েন্টি আর ওয়ানডের নেতৃত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। শুধু লাল বলে নেতৃত্ব দেবেন কোহলি। বিষয়টি নিয়ে এবার ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর মুখ খুললেন।
কোহলিকে নিয়ে ভারতীয় ক্রিকেটে যে ডামাডোল চলছে তা নিয়ে মোটেও খুশি নন অনুরাগ। তিনি কোনো ব্যক্তির নাম না নিলেও কোহলিদের প্রসঙ্গে এই মন্তব্য করেন। কোহলি ও রোহিতকে নিয়ে অনুরাগকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'খেলা সবচেয়ে বড়। খেলার ঊর্ধ্বে কেউ নন। কোন ম্যাচে কোন খেলোয়াড়দের মধ্যে কী চলছে তা আমি আপনাদের বলতে পারব না। এটা সংশ্লিষ্ট বোর্ডের কাজ। যদি তারা সেই খবর জানান তাহলে ভালো হবে।'
ভারতীয় গণমাধ্যমে আরও গুঞ্জন চলছে যে, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে নাকি ওয়ানডে খেলবেন না কোহলি। মেয়ের জন্মদিন থাকায় তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। বিসিসিআইয়ের কাছে নাকি সেই অনুরোধও করেছেন। যদিও পরে শোনা যায়, কোহলি নাকি এই রকমের কোনো অনুরোধ করেননি। তার মধ্যেই ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন জানান, কোহলি খেলবেন না বলে আবেদন করেছেন। অবশ্য কোহলি নিজেই সংবাদ সম্মেলন করে সফরে যাওয়ার ঘোষণা দিয়ে জল্পনার অবসান ঘটান।
একটি মন্তব্য পোস্ট করুন