দেবর ছিলেন শ্রীদেবীর পছন্দের সহশিল্পী | Debor was Sridevi's favorite co-artist
গত শতকের আশি ও নব্বইয়ের দশকে শ্রীদেবী ও অনিল কাপুর জুটি উপহার দিয়েছে একাধিক হিট ছবি। সেই তালিকায় আছে ‘লমহে’, ‘লাডলা’, ‘জুদাই’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘জানবাজ’–এর মতো ছবি। পর্দায় তাঁদের রসায়ন এক ভিন্ন স্বাদ এনে দিত। অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, জিতেন্দ্রসহ একাধিক সুপারস্টারের সঙ্গে জুটি বেঁধেছিলেন শ্রীদেবী। কিন্তু প্রয়াত এই নায়িকার সবচেয়ে পছন্দের সহশিল্পী ছিলেন তাঁর দেবর অনিল কাপুর। শ্রীদেবী নিজেই সে কথা জানিয়েছিলেন মেয়ে জাহ্নবী কাপুরকে।
অনিল কাপুর
সম্প্রতি এক অনুষ্ঠানে জাহ্নবী জানান, ‘অনিল চাচু (কাপুর) আমার মায়ের সবচেয়ে প্রিয় সহশিল্পী ছিলেন। মা আমাকে সব সময় বলতেন, অনিল চাচুর কাজ ভালোভাবে দেখতে আর তাঁর কাছ থেকে শিখতে। সত্যি বলতে অনিল চাচু ছাড়া তিনি অন্য কোনো অভিনেতার কথা আমাকে কখনো বলেননি। মা বলতেন, কাজের প্রতি তাঁর (অনিল কাপুর) যে একাগ্রতা, সেটা থেকে আমার শেখা উচিত। মা আরও একটা কথা বলতেন। সেটা হচ্ছে, চাচু অত্যন্ত পরিশ্রমী। আমি যেন তাঁর এসব গুণ দেখে অনুপ্রাণিত হই। মা বলতেন, চাচুর টাইমিং অসম্ভব ভালো। বিশেষ করে “নো এন্ট্রি” ছবিতে তিনি ছিলেন অতুলনীয়। তাঁরা (শ্রীদেবী-অনিল) যখনই পর্দায় এসেছেন, তখনই একটা বিশেষ এনার্জি বয়ে এনেছেন।’জাহ্নবী কাপুরসেই অনুষ্ঠানে উঠে আসে অনিল কাপুরের দুটো কালজয়ী ছবি ‘নায়ক’, আর ‘মিস্টার ইন্ডিয়া’র কথা। এ প্রসঙ্গে জাহ্নবী বলেন, ‘“নায়ক” আর “মিস্টার ইন্ডিয়া” ছবির অ্যাকশন দৃশ্যগুলো আমি কিছুতেই দেখতাম না। আমার জন্য অ্যাকশন দৃশ্যগুলো দেখা খুবই কঠিন ছিল। দৃশ্যগুলো দেখলেই কাঁদতে থাকতাম। মা আমাকে বলেছিলেন, আসলে আমার আঙ্কেল (অনিল কাপুর) আছেন বলে আমি দেখতে কষ্ট পাচ্ছি। তিনি দারুণ কথা বলেছিলেন। কিন্তু এর একটা অন্য কারণও আছে। আসলে চাচুর অভিনয় এত বাস্তবসম্মত যে, তাঁকে দেখলে যে কেউ কষ্ট পাবে। আবার তিনি আপনাকে অনাবিল আনন্দও দিতে পারেন।’
একটি মন্তব্য পোস্ট করুন