শক্তিশালী সিরিজ টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের কেন্টাকিসহ ৬ অঙ্গরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে।
এ সংখ্যা শতাধিক ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ইলিনয় অঙ্গরাজ্যে অ্যামাজনের ওয়্যারহাউস ভবন ধসের ঘটনায় এখনো অনেকে আটকা আছেন। তাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। টর্নেডোর ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। এদিকে, দুর্যোগ কবলিতদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ভয়াবহ সিরিজ টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড কেন্টাকির মেফিল্ড। যেদিকে চোখ যায় কেবল ধ্বংস্তূপের চিহ্ন। বাড়িঘরের ছাদ উড়িয়ে নেয়ার পাশাপাশি বিভিন্ন কলকারখানার ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে কেন্টাকির ইতিহাসের শক্তিশালী টর্নেডো। মেফিল্ডের ধসে যাওয়া মোমবাতি কারখানায় এখনো অনেকে আটকা রয়েছেন। টর্নেডোর সময় কারখানাতে শতাধিক শ্রমিক কাজ করছিলেন।
ভয়াবহ টর্নেডোর আঘাতে এত মৃত্যু খুব কমই দেখেছে ইলিনয়বাসী। বিভিন্ন স্থাপনা ধসের ঘটনায় এখনো অনেকে আটকা থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। কেন্টাকিতে স্থানীয় সময় শুক্রবার রাতে অন্তত চারটি টর্নেডো আঘাত হানে। কোনো কোনোটির গতিবেগ ছিলো ঘণ্টায় ৩শ' ২২ কিলোমিটার।
কেন্টাকির পাশাপাশি ইলিনয় অঙ্গরাজ্যেও তাণ্ডব চালিয়েছে আকস্মিক টর্নেডো। অঙ্গরাজ্যটিতে মাল্টিন্যাশনলা টেক প্রতিষ্ঠান অ্যামাজনের ওয়্যারহাউস ভবন ধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।
কেন্টাকি ও ইলিনয়ের আকস্মিক এই বিপর্যয়কে অকল্পনীয় ও দুঃখজনক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিকে, মার্কিন আবহাওয়া দপ্তর জানিয়েছে কেন্টাকি, ইলিনয়ের পাশাপাশি টেনেসি, মিসৌরি ও আরকানাসে সব মিলিয়ে মোট ৩৬টি টর্নেডো আঘাত হানার খবর পাওয়া গেছে। এসব অঙ্গরাজ্যে কয়েক লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন