নান্নুর ব্যর্থতার দিনে আতহারের ফিফটি, পাইলটের ব্যাটে ঝড় | Athar's Fifty, the pilot's bat storm on the day of Nannu's failure


বিজয়ের পঞ্চাশ বছর পূর্তিতে মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ। প্রথমে ব্যাট করতে নেমে শহীদ মুশতাক একাদশ জড়ো করেছে ১৫০ রান।

শহীদ জুয়েল একাদশের পক্ষে দুটি উইকেট শিকার করেন মাহমুদুল হাসান রানা। একটি করে উইকেট পেয়েছেন সজল চৌধুরী, মেহরাব হোসেন অপি ও মুশফিক বাবু। জিততে হলে শহীদ জুয়েল একাদশকে তাড়া করতে হবে ১৫১ রান।

একনজরে বিজয় দিবস ক্রিকেটের দুই দলের স্কোয়াড

শহীদ জুয়েল একাদশ : মেহরাব হোসেন অপি, রকিবুল হাসান, সজল চৌধুরী, আনোয়ার হোসেন, সাজ্জাদ আহমেদ শিপন, হান্নান সরকার, মাহমুদুল হাসান রানা, হাবিবুল বাশার সুমন, নাসির আহমেদ নাসু, এনামুল হক মনি, শফিউদ্দিন আহমেদ বাবু, মুশফিকুর রহমান, মোর্শেদ আলী খান, মনজুরুল ইসলাম ও ওয়াহিদুল গণি।

শহীদ মুশতাক একাদশ : জাবেদ ওমর বেলিম, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, এহসানুল হক সেজান, আতহার আলী খান, হাসিবুল হোসেন শান্ত, তারেক আজিজ খান, তালহা জুবায়ের, মোহাম্মদ আলী, সানোয়ার হোসেন, আজহার হোসেন শান্ত ও ফাহিম মুনতাসির সুমিত।

বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম জয় এনে দেওয়ার দুই নায়ক মোহাম্মদ রফিক ও আতহার আলী।

শ্রদ্ধা ও ভালোবাসার বিজয় দিবস ক্রিকেট
 

অর্ধশতক উপহার দিয়েছেন আতহার।

শ্রদ্ধা ও ভালোবাসার বিজয় দিবস ক্রিকেট

নান্নুর ব্যর্থতার দিনে আতহারের ফিফটি, পাইলটের ব্যাটে ঝড়

শট খেলছেন শাহরিয়ার হোসেন।

শ্রদ্ধা ও ভালোবাসার বিজয় দিবস ক্রিকেট


প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকেও অনেক দিন পর ব্যাট হাতে নামতে দেখা গেল।

শ্রদ্ধা ও ভালোবাসার বিজয় দিবস ক্রিকেট


বিজয়ী শহীদ মোশতাক দল।

শ্রদ্ধা ও ভালোবাসার বিজয় দিবস ক্রিকেট


বাংলাদেশের প্রথম অর্ধশতকের মালিক আজহার হোসেন ও রফিক।

শ্রদ্ধা ও ভালোবাসার বিজয় দিবস ক্রিকেট


বাংলাদেশের পতাকা হাতে হাসিবুল হোসেন ও খালেদ মাসুদ।

শ্রদ্ধা ও ভালোবাসার বিজয় দিবস ক্রিকেট


টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহও ছিলেন মাঠে।

শ্রদ্ধা ও ভালোবাসার বিজয় দিবস ক্রিকেট


বহুদিন পর বল হাতে এনামুল হক।

শ্রদ্ধা ও ভালোবাসার বিজয় দিবস ক্রিকেট
৭:২২ AM

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget