মেসিকে ছাড়াই খেলবে পিএসজি | PSG will play without Messi
লিওনেল মেসিকে ছাড়াই অলিম্পিক লিঁওর বিপক্ষে খেলবে ফরাসি জায়ান্ট পিএসজি। করোনাভাইরাস থেকে সেরে উঠলেও এখনো ফিটনেস ফিরে পেতে কাজ করে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। খবর ইউরোপিয়ান গণমাধ্যমের।
লিঁওর বিপক্ষে পিএসজির ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার (৯ জানুয়ারি) রাত দেড়টায়। এ ম্যাচে দেখা যাবে না মেসিকে।
ক্লাবের এক স্টাফ আক্রান্ত হওয়ার পর করোনাভাইরাসে পজিটিভ হন মেসি। শুধু মেসিই নন, তিনিসহ আরও ৩ খেলোয়াড় করোনায় আক্রান্ত বলে জানিয়েছিল পিএসজি ক্লাব কর্তৃপক্ষ। ফরাসি লিগ কাপ কুপ ডে ফ্রান্সের আগে সকল খেলোয়াড়কে যখন করোনা টেস্ট করা হয় তখন করোনা পজিটিভ আসে পিএসজির চার খেলোয়াড়ের। করোনায় আক্রান্ত হওয়ার কারণে ভানিসের বিপক্ষে লিগ কাপ ম্যাচে খেলতে পারেননি মেসি।
মেসি করোনা আক্রান্ত হলে পিএসজির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘করোনা টেস্টে আমাদের চারজন ফুটবলার পজিটিভ ধরা পড়েছে। তারা হলেন- হুয়ান বেরনাত, সার্জিও রিকো, নাথান বিতুমাজাল এবং লিওনেল মেসি।
আমরা তাদের দল থেকে আলাদা করে কোয়ারেন্টাইনে রেখেছি। তারা আমাদের স্বাস্থ্য প্রোটোকলে রয়েছে।’
৫ জানুয়ারি মেসির করোনাভাইরাসের ফল নেগেটিভ আসে। মহামারি এই রোগ থেকে মুক্তির পর মেসি ফিরেন পিএসজির আঙিনায়। এখন তিনি চালিয়ে যাচ্ছেন ফিটনেস রিকভারি। যদিও কবে নাগাদ তিনি ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন তা জানা যায়নি।
Javascript DisablePlease Enable Javascript To See All Widget
একটি মন্তব্য পোস্ট করুন