মিশা-জায়েদের নামে মামলা করব : নায়ক আলমগীর | I will file a case in the name of Misha-Zayed: Nayak Alamgir


মিশা-জায়েদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করবেন বলে জানালেন বিশিষ্ট অভিনেতা আলমগীর। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ইলিয়াস কাঞ্চন-নিপুন পরিষদের পরিচিতি সভায় বক্তব্য দেওয়ার সময় এ কথা জানান তিনি।

আলমগীর বলেন, মিশা-জায়েদ প্যানেলের সাংগঠনিক সম্পাদককে দেখলাম ফাইল তুলে দেখাচ্ছে আর বলছে, ‘দেখুন, এখানে নায়ক আলমগীর ভাইয়ের স্বাক্ষর আছে। ওই ফাইলটা আমি একটু দেখতে চাই। তারা হয়তো ফটোকপির মতো কিছু একটা করেছে, আমি এখনও জানি না তারা কী করেছে। আর আমি এটার জন্য ওদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করব।’

আলমগীর আরও বলেন, ‘ওরা সবসময় প্রশাসনের ভয় দেখাচ্ছে আমাদের। অনেক সময় মিথ্যা কথা বলছে, বাজে কথাও বলছে, এবার বোধ হয় একটু ভুল করেছে। এ বিষয়ে আমি নায়ক উজ্জ্বল ভাইয়ের সঙ্গে কথা বলেছি, আমি এর অ্যাকশন নেব। দরকার হলে একা নেব।’

আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে কাঞ্চন-নিপুণ প্যানেল ও মিশা-জায়েদ প্যানেল।

অভিযোগ উঠেছে, মিশা-জায়েদ কমিটি ১৮৪ জনের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তবে মিশা-জায়েদ দাবি করেন, তাদের একক সিদ্ধান্তে এটি হয়নি। সমিতির ২১ জন কেবিনেট মেম্বার ও উপদেষ্টা কমিটির সম্মতিতেই বাদ দেওয়া হয়েছে ১৮৪ জনকে।

ওই উপদেষ্টা কমিটিতে ছিলেন চিত্রনায়ক আলমগীর, সোহেল রানা, ফারুক ও ইলিয়াস কাঞ্চন। আর কেবিনেট সদস্য ছিলেন রিয়াজ ও নিপুণ। জায়েদের দাবি, ভোটার তালিকা থেকে তিনি একা কাউকে বাদ দেননি। সবার সিদ্ধান্তেই এটি করা হয়েছে। বাদ দেওয়ার ওই পেপারটিতে সবার স্বাক্ষরও রয়েছে।

সেই পেপারটি গত ২৩ জানুয়ারি মিশা-জায়েদ প্যানেল পরিচিত সভায় সবার সামনে তুলে ধরেন জায়েদ খান।


সুত্রঃ আরটিভি

৭:৪১ AM

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget