৯০ দশক কাঁপানো গায়ক মিট লৌফ মারা গেছেন | 90s singer Mitt Loaf has died


কিংবদন্তি আমেরিকান গায়ক মিট লৌফ আর নেই। ৭৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সর্বকালের সর্বোচ্চ বিক্রির তালিকায় রয়েছে তার ‘ব্যাট আউট অব হেল’ অ্যালবাম।

লৌফের মৃত্যুর বিষয়টি এই তারকার ফেসবুক পেজে নিশ্চিত করে তার পরিবার। ওই পোস্টে জানানো হয়, ‘দুঃখভারাক্রান্ত হৃদয়ে আমাদের জানাতে হচ্ছে যে, অতুলনীয় মিট লৌফ মারা গেছেন। মৃত্যুর সময় পাশে ছিলেন তার স্ত্রী।’



লৌফের মৃত্যুর গত ২৪ ঘণ্টা বন্ধুর মতো কাছে ছিলেন তার দুই কন্যা পার্ল ও আমান্ডা।

বিশ্বব্যাপী প্রায় ১০০ মিলিয়ন অ্যালবাম বিক্রি হয়েছে এই তারকা গায়কের। এছাড়া লৌফ ‘ফাইট ক্লাব, ‘দ্য রকি হরর পিকচার শো’ এবং ‘ওয়েইনস ওয়ার্ল্ড’-এর মতো বিখ্যাত ছবিতেও অভিনয় করেন।

ডালাসে জন্ম এই গায়কের মূল নাম মারভিন লি আডে। তবে মাইকেল নামেও পরিচিত ছিলেন তিনি। ‘ব্যাট আউট অব হেল ট্রিলজি’, দিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান লৌফ। এই ট্রিলজি অ্যালবাম মিলিয়ন কপি বিক্রি হয়।

৯০-এর দশকে লৌফের হিট গান ‘আই উ’ড ডু এনিথিং ফর লাভ (বাট আই উ’ন্ট ডু দ্যাট)’ ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বিক্রিত সিঙ্গেল ছিল। যা তাকে এনে দেয় গ্র্যামি অ্যাওয়ার্ড।

৬:০০ AM

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget