জাতিসংঘের উদ্যোগে বিদেশে চাকরিপ্রার্থীদের ভোগান্তি এবং খরচ কমাতে নতুন ওয়েবসাইট ‘বিদেশ জবস’

মঈন মোশাররফ : চাকরি নিয়ে বিদেশে যেতে আগ্রহীদের ভোগান্তি এবং খরচ কমাতে নতুন এক ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ। সরকারি এই সাইটটি জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংগঠন আইওএম এবং বিডিজবসডটকম-এর যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। নতুন এই সাইটটি বিদেশে চাকরিপ্রার্থীদের সরাসরি সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। ফলে এত কাল দালালরা যে অবৈধভাবে চাকরিপ্রার্থীদের হয়রানি ও প্রতারণার মাধ্যমে বাড়তি অর্থ আদায় করতো, তা বন্ধ হবে বলে মনে করছেন অ্যাক্টিভিস্টরা।

আইওএম-এর বাংলাদেশ কার্যালয়ের উপপ্রধান ডিমানশ শ্যারন এ বিষয়ে বলেন, অভিবাসীরা সাইটটিতে নিবন্ধন এবং নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরিতে আবেদন করতে পারবেন। ফলে নিয়োগদাতারাও সেরা কর্মীদের পাবেন। ওয়েবসাইটটি উভয়পক্ষের জন্যই লাভজনক হবে।
শ্রমিক অ্যাক্টিভিস্টরা জানান, প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি চাকরি নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন । বর্তমানে দেশটির ৭৫লাখ নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে চাকরি করছেন । শুধুমাত্র ২০১৭ সালে চাকরি নিয়ে বিদেশে গেছেন অন্তত ১০লাখের মতো বাংলাদেশি, যা সরকারি হিসাব অনুযায়ী এক বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। তাদের অধিকাংশই মধ্যপ্রাচ্যে নির্মাণ এবং পরিচ্ছন্ন শ্রমিকের কাজ করছেন।
চাকরি বিষয়ক ওয়েবসাইট ‘কেরিয়ারকাস্ট’-এর হিসেবে ২০১৫ সালে সবচেয়ে বেশি বেতন পেয়েছেন সার্জন বা শল্য চিকিৎসকরা । গড়ে একেকজন চিকিৎসকের বাৎসরিক বেতন ৩ লাখ ৫২ হাজার মার্কিন ডলার।
(amadershomoy)

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget