বিনা পারিশ্রমিকে তারাবি পড়াচ্ছেন ফেনীর ১৩শ’ হাফেজ

আল-আমিন : কোনো ধরনের বেতন-ভাতা ও পারিশ্রমিক ছাড়াই তারাবির নামাজ পড়াচ্ছেন ফেনীর এত্যিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান জামেয়া রশিদিয়া মাদ্রাসার ১৩’শ হাফেজ। তারা সবাই এ মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মুফতি মুহাম্মদ শহীদুল্লাহ জানান, রমজান মাস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ফেনীর ও আশপাশের জেলার ৬ শতাধিক মসজিদে কোনো রকম বেতন-ভাতা ছাড়া, বিনামূল্যে খতমে তারাবির নামাজ পড়াচ্ছেন ফেনীর জামেয়া রশীদিয়া মাদ্রাসার ১৩’শ হাফেজ শিক্ষার্থী।

মুফতি শহীদুল্লাহ আরো বলেন, ছাত্ররা তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে খতম তারাবির নামাজ পড়ায়। ফেনী, কুমিল্লা, নোয়াখালীও চাঁদপুরে অবস্থিত প্রায় ৬ শতাধিক মসজিদে (প্রতি মসজিদে ২ জন করে) প্রায় ১৩’শ জন হাফেজ নির্ভুলভাবে নামাজ পড়ান। (সূত্র : বাংলানিউজ)
মাদ্রাসাটির শিক্ষক মাওলানা আবদুল হাই জানান, ফেনী সদর উপজেলার লস্করহাট জামেয়া রশিদীয়া মাদ্রাসা ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৭ একর এলাকায় অবস্থিত এ মাদ্রাসাটির মোট ছাত্র ৪ হাজার ৮’শ ১৫ জন, এর মধ্যে আবাসিক ছাত্র ৩ হাজার ৯’শ জন। শিক্ষক রয়েছেন ১’শ ১৫ জন, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ১৬ জন, বাবুর্চি ২১ জন। কেউ অর্থের বিনিময়ে খতম তারাবির নামাজ পড়ালে তার বিরুদ্ধে মাদ্রাসার নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। নামাজে উৎসাহ দেওয়ার জন্য বিনা পারিশ্রমিকে এ সেবা দেওয়া হয় বলে জানা গেছে।
(amadershomoy)

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget