বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের প্রধান মিঠু সরকার জানিয়েছেন, পায়রা সমুদ্র বন্দরে সাত নম্বর বিপদ সংকেত ঘোষণা করার পর থেকেই বরিশাল নদী বন্দরের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। আবহাওয়া ঠিক না হলে ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে অভ্যান্তরীণ নৌরুট।
বর্তমানে ফণী পায়রা সমুদ্রবন্দর থেকে ৯২৫ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।
বরিশাল আবহাওয়া অফিস ঢাকা অফিসের বরাত দিয়ে জানায় শুক্রবার বিকাল নাগাদ ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে এবং পরবর্তীতে উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে হয়ে শুক্রবার মে সন্ধ্যা নাগাদ খুলনা ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলাকায় পৌঁছাতে পারে। উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ সাত নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।
ঘূর্ণিঝড় ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
(breakingnews)
একটি মন্তব্য পোস্ট করুন