পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্য গড়ার আহ্বান

ঐতিহাসিক ফারাক্কা দিবসের চেতনায় পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে ফারাক্কা দিবস ২০১৯ উদযাপন জাতীয় কমিটি। পাশাপাশি সীমান্ত হত্যা ও সংস্কৃতিতে আগ্রাসী আধিপত্যবাদ রুখে দাঁড়ানোর আহ্বানও জানান তারা।
জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী লাখ লাখ মানুষ নিয়ে ফারাক্কা লংমার্চের মধ্য দিয়ে পানির আগ্রাসন মোকাবেলায় জনগণের ঐক্য সুদৃঢ় করে তোলেন। গড়ে তোলেন বিশ্ব জনমত। আজ তাই ফারাক্কার চেতনায় আগ্রাসনমুক্ত বাংলাদেশ গড়ে তুলে পানি আগ্রাসন, সীমান্ত আগ্রাসন ও সাংস্কৃতিক আগ্রাসন মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
তারা বলেন, ফারাক্কা, গজলডোবা, টিপাইমুখ বাঁধ ও আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে মরুকরণের চক্রান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে সোচ্চার হতে হবে। সোচ্চার না হলে পানির অধিকার আদায় হবে না। সীমান্তে নিরস্ত্র নিরীহ নাগরিকদের রক্ষা করতে হবে।
কমিটির আহ্বায়ক শামসুজ্জামান মিলনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ শামসুদ্দীনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক, স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক হারুন অর রশিদ খান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মণি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সভাপতি ডা. এম. এ সামাদ, যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক আরমান হোসেন পলাশ প্রমুখ।
(jagonews24)

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget